ঠিক যেন বাগানে ফুটে থাকা লাল গোলাপ

গ্র্যামি অ্যাওয়ার্ডস শুধু সংগীতের পুরস্কারের মঞ্চই নয়, বাহারি পোশাকে হাজির হয়ে চমকে দেওয়ার আসরও। জেনিফার লোপেজ থেকে ব্রিটনি স্পিয়ার্স—গ্র্যামিতে তারকাদের পোশাক নিয়ে কত যে আলোচনা-সমালোচনা হয়েছে তার ইয়ত্তা নেই। ব্যতিক্রম নয় এবারও। আজ বাংলাদেশ সময় ভোরবেলা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বসেছিল ৬৫ গ্র্যামির আসর। প্রথমেই বলা যায় এই সময়ের আলোচিত গায়িকা লিজ্জোর কথা। পুরস্কার তো পেয়েছেনই, লাল গোলাপের মতো পোশাকে হাজির হয়ে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন তিনি। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক গ্র্যামিতে তারকাদের ফ্যাশন, পুরস্কারসহ নানা কিছু।
চলতি বছর গ্র্যামির অন্যতম সেরা পুরস্কার রেকর্ড অব দ্য ইয়ার জিতেছেন লিজ্জো। ৩৪ বছর বয়সী গায়িকা পুরস্কারটি জেতেন তাঁর ‘অ্যাবাউট ডাম টাইম’ গানের জন্য
এএফপি
পুরস্কার জিতে তো বটেই গ্র্যামিতে আলাদা করে নজর কেড়েছে লিজ্জোর পোশাকও। অনুষ্ঠানে লাল গোলাপের সাজে হাজির হয়েছিলেন তিনি, দূর থেকে দেখে যেন বাগানে ফুটে থাকা গোলাপ ভেবে ভুল হয়
লাল গোলাপের সাজে লিজ্জোকে দেখে ভক্তরা বেশ পছন্দ করেছেন। অনেক সাময়িকী তো তাঁকে ফ্যাশনের দিক থেকে এবারের আসারের অন্যতম সেরা বলেও রায় দিয়েছে
গ্র্যামিতে পুরস্কার ছাড়াও অনেকের নজর ছিল এই সময়ের অন্যতম দুই শিল্পী টেইলর সুইফট ও হ্যারি স্টাইলসের দিকে। পুরস্কার তো পরে, দুই সাবেক প্রেমিক প্রেমিকা একে অন্যকে এড়িয়ে যান কি না, সেটাই ছিল দেখার, তবে হাসিমুখে একে অন্যের সঙ্গে হাত মিলিয়েছেন সুইফট ও হ্যারি। মঞ্চে যখন হ্যারি পারফর্ম করছিলেন, সুইফট তখন নেচে নেচে যোগ্য সংগত দিয়েছেন
অভিনয় ও গান মিলিয়ে ব্রিটিশ গায়ক হ্যারি স্টাইল এখন সারা দুনিয়ার তরুণদের অন্যতম পছন্দের তারকা। কেবল গান বা অভিনয় নয়, নিজের ফ্যাশন দিয়েও নজর কাড়েন তিনি। গ্র্যামিতেও হ্যারির ‘বুক খোলা’ পোশাক প্রশংসিত হয়েছে
ফ্যাশন নিয়ে যখন কথা কার্ডি বির কথা ভুললে চলে কীভাবে। যথারীতি গ্র্যামির আসরেও নীল পোশাকে আলো ছড়িয়েছেন র্যাপার
বেবি রেক্সা মনোনয়ন পেয়েছিলেন বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক রেকর্ডিং ক্যাটাগরিতে। লাল গালিচায় তাঁর গোলাপি পোশাকও আলোচিত হয়
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় ম্যাডোনা কন্যা লর্ডিস লিওন। গ্র্যামির আসরে লাল পোশাকে হাজির হয়েছিলেন তিনি
এবারের গ্র্যামিতে জোড়া পুরস্কার জিতেছেন হ্যারি স্টাইলস—অ্যালবাম অব দ্য ইয়ার ও বেস্ট পপ ভোকাল অ্যালবাম
এবার সং অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন মার্কিন ব্লুজ গায়িকা বনি রেইট
ব্রিটিশ গায়িকা অ্যাডেল জিতেছেন বেস্ট পপ সলো পারফরম্যান্সের পুরস্কার
বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক রেকর্ডিং ক্যাটাগরিতে পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন বিয়ন্সে। সর্বোচ্চ ৩২ পুরস্কার নিয়ে সবচেয়ে বেশিবার গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত শিল্পীর তালিকার চূড়ায় উঠেছেন যুক্তরাষ্ট্রের এই শিল্পী
ডিজে খালেদ এবার পুরস্কার জিততে পারেননি তাতে কী যেকোনো অনুষ্ঠানে তাঁর উপস্থিতিই তো ভিন্ন মাত্রা দেয়
গ্র্যামিতে সবার চোখ থাকে সেরা তরুণ শিল্পীর দিকে। এবার পুরস্কারটি জিতেছেন ২৩ বছর বয়সী জ্যাজ শিল্পী সামারা ছয়, বেস্ট নিউ আর্টিস্ট ছাড়াও বেস্ট জ্যাজ ভোকাল অ্যালবামের পুরস্কারও পেয়েছেন তিনি