আতিফ আসলাম। ইনস্টাগ্রাম থেকে
আতিফ আসলাম। ইনস্টাগ্রাম থেকে

কনসার্টের মাঝপথে টাকা ছুড়ে মারলেন এক দর্শক, গান থামিয়ে যা বললেন আতিফ আসলাম

কনসার্টে কোমল পানীয় বা পানির বোতল ছুড়ে মারার ঘটনা নতুন নয়। তবে কনসার্টের মাঝপথে কোনো ভক্ত যদি শিল্পীকে লক্ষ্য করে নগদ অর্থ ছুড়ে মারেন! চমকে যাওয়ার মতো ঘটনা হলেও এমনটি ঘটেছে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের সঙ্গে। এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে গায়কের কনসার্টে এমন কাণ্ড ঘটিয়েছেন এক ভক্ত।

এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন ফাইজি নামের একজন। সেই ভিডিওতে দেখা যায়, কনসার্টের মাঝপথে হঠাৎ তাঁর দিকে টাকা ছুড়ে মারছেন এক ভক্ত।

আতিফ রেগে যাননি। অনুরাগীদের ছুড়ে দেওয়া সেই টাকা তুলেও নেননি। তবে গান থামিয়ে শান্ত স্বরে শ্রোতাদের উদ্দেশে আতিফকে বলতে শোনা যায়, ‘এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ো না, এটা টাকার অসম্মান।’

আতিফ আসলাম। ইনস্টাগ্রাম থেকে

সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চায় উঠে এসেছে এই ভিডিও। ভক্তরা ভিডিওটি দেখে প্রশংসায় ভাসিয়েছেন গায়ককে।

এক ব্যক্তি লিখেছেন, ‘একজন প্রকৃত ভদ্রলোক। মানুষকে বিরক্ত না করে কীভাবে শিক্ষা দিতে হয় তা জানেন।’ আরেকজন গায়কের সঙ্গে একমত পোষণ করে লিখেছেন, ‘কখনোই টাকা ছোড়া উচিত নয়, তাতে আপনি যতই ধনী হোন না কেন।’

সাম্প্রতিক সময়ে ভারতীয় গায়ক অরিজিৎ সিং, কানাডীয় র‌্যাপার ড্রেক, বেবে রেক্সা, কার্ডি বি, নিক জোনাসসহ আরও অনেকের কনসার্টেই বোতল, মুঠোফোন বা অন্য কিছু ছুড়ে মারার ঘটনা ঘটেছে। কিছুদিন আগে অরিজিৎ সিংয়ের হাত ধরে জোরে টান দেন এক ভক্ত। সেটা এতটাই জোরে ছিল যে গায়ক তাতে আহত হন।

আতিফ আসলাম। ইনস্টাগ্রাম থেকে