দক্ষিণ কোরীয় সংগীতশিল্পী না হুন-আহ
দক্ষিণ কোরীয় সংগীতশিল্পী না হুন-আহ

ক্যারিয়ারে ইতি টানছেন কোরীয় কিংবদন্তি না হুন

প্রায় ছয় দশকের ক্যারিয়ারে ইতি টানছেন দক্ষিণ কোরীয় সংগীতশিল্পী না হুন-আহ। তাঁকে কোরিয়ার জনপ্রিয় সংগীতের ‘ট্রট’ ধারার কিংবদন্তি হিসেবে বিবেচনা করা হয়।

দ্য কোরিয়া টাইমস লিখেছে, আগামী ১০ থেকে ১২ জানুয়ারি সিউলের অলিম্পিক জিমন্যাস্টিক অ্যারেনায় ‘২০২৪ না হুন-আহ: থ্যাংক ইউ লাস্ট কনসার্ট’-এ শেষবারের মতো মঞ্চে উঠবেন এই শিল্পী।

দক্ষিণ কোরীয় সংগীতশিল্পী না হুন-আহ

গত ফেব্রুয়ারিতে হঠাৎ গান ছাড়ার ঘোষণা দেন ৭৭ বছর বয়সী এই সংগীতশিল্পী। তবে কবে ছাড়বেন, তা তখন জানাননি। শেষবারের মতো ‘থ্যাংক ইউ’ কনসার্টে কোরিয়া ঘুরছেন তিনি। কনসার্টটি জানুয়ারিতে সিউলে এসে শেষ হবে।

আজ এক বিবৃতিতে না হুন-আহ বলেন, ‘শেষ কনসার্টটি কেমন হবে, তা বুঝতে পারছি না। তবে বরাবরের মতোই অসাধারণ পরিবেশনার জন্য আমি মুখিয়ে আছি। আমি আনন্দ নিয়ে আমার বিদায়ের গানটি গাইব। সবাইকে ধন্যবাদ জানাই।’

সিউলে শেষ কনসার্টের আগে থ্যাংক ইউ কনসার্ট নিয়ে দেশটির জিনজু, গুয়াংজু, বুসানসহ বেশ কয়েকটি শহরে গাওয়ার কথা রয়েছে না হুন-আহর।

সুরেলা কণ্ঠ ও অনন্য ব্যক্তিত্বে জন্য কোরিয়ায় ‘ট্রটের সম্রাট’ হিসেবে পরিচিত না হুন-আহ। সত্তরের দশকের কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় শিল্পীদের একজন তিনি।

১৯৬৬ সালে ‘আ থাউজেন্ড মাইলস অব ওয়ে’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন না হুন-আহ। পরে ‘লাভ’, ‘হোয়াই আর ইউ ক্রাইয়িং’-এর মতো গানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।