উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ইন্দ্রানী সেনের সঙ্গে মৌলিক বাংলা গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের শিল্পী সমরজিৎ রায়। বাংলাদেশের গীতিকবি শাকির দেওয়ানের লেখা মা ও ছেলেকে নিয়ে গাওয়া গানটির সুর, সংগীতায়োজন ও সংগীত পরিচালনা করেছেন সমরজিৎ রায় নিজেই।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতার স্টুডিও ভাইব্রেশনে এ দুই শিল্পী গানটিতে কণ্ঠ দিয়েছেন। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, মিক্সিং ও মাস্টারিং করেছেন গৌতম বসু। গানটির শিরোনাম এখনো ঠিক হয়নি। কোনো একটি বিশেষ দিনে গানটি প্রকাশিত হবে সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
সংবাদ বার্তায় গানটি সম্পর্কে শিল্পী ইন্দ্রানী সেন বলেন, ‘সমরজিতের সুরে তারই সঙ্গে একটি মৌলিক গান গাইলাম। ভীষণ মিষ্টি মা–ছেলের গান এটি। আমি মায়ের রূপে গেয়েছি আর সমরজিৎ ছেলের রূপে গেয়েছে। খুব ভালো সুর করেছে সমরজিৎ। আপনারা সবাই শুনবেন। শুনে ভালো লাগলে আমাদের এ প্রয়াস সার্থক হবে।’
গানটি নিয়ে সমরজিৎ বলেন, ‘ইন্দ্রানী দিদি আমার প্রিয় একজন শিল্পী। অনেক দিন ধরে ভাবছিলাম তাঁর জন্য একটি গানের সুর করব। মা-ছেলেকে নিয়ে প্রিয় গীতিকবি শাকির দেওয়ান অসাধারণ একটি গানের কথা লিখে পাঠিয়েছিলেন অনেক আগে। তারও অনেক পরে গিয়ে গানটির সুর করি।
সম্প্রতি ইন্দ্রানী দিদি ও আমি গানটিতে কণ্ঠ দিলাম। দিদির সঙ্গে গাইতে পেরে আমি আনন্দিত। গানটি যখন সবাই শুনবেন, নিশ্চয়ই সবার ভালো লাগবে বলে আশা করছি।’
গান প্রসঙ্গে গীতিকবি শাকির দেওয়ান বলেন, ‘এটি শুধু গান নয়, এটি আমার একটি স্বপ্ন। এতে মা-ছেলের জীবনঘনিষ্ঠ জীবনের গল্প তুলে ধরা হয়েছে। সমরজিতের সুরের ইন্দ্রজাল বরাবরই আমাকে সম্মোহিত করে। সমরজিতের জন্য গান লেখা মানে প্রতিবার নতুন নতুন অভিজ্ঞতা ও নিরীক্ষার মুখোমুখি হওয়া। এ এক অন্যরকম ভালো লাগা। উপরন্তু ইন্দ্রানী সেন ও সমরজিৎ রায়ের গায়ন গানটিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।’