গতকাল কুমিল্লা সদর উপজেলার চানপুর এলাকা থেকে তোলা ছবি
গতকাল কুমিল্লা সদর উপজেলার চানপুর এলাকা থেকে তোলা ছবি

‘আসুন, আমরা সবাই বানভাসি মানুষের পাশে দাঁড়াই’, ফেসবুকে তারকারা

‘মানুষ ঘরের চালে উঠেও ঠাঁই পাচ্ছে না, হাঁড়িতে ভাসিয়ে রাখা হচ্ছে শিশুদের, গরু মরে ভেসে যাচ্ছে, খামারের হাজার হাজার মুরগি পানিতে ডুবে মরেছে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে। বৃদ্ধ আর অসুস্থ মানুষদের কষ্টের কথা বলাই বাহুল্য। দেশের এ অবস্থায় আমরা চাই মানুষের প্রয়োজনে এগিয়ে আসতে।’ দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে লিখেছে সংগীতশিল্পীদের উদ্যোগ ‘গেট আপ স্ট্যান্ড আপ’।

গেট আপ স্ট্যান্ড আপের কার্ডটি ফেসবুকে পোস্ট করেছে আর্টসেল, শিরোনামহীন, আরবোভাইরাস, নেমেসিস, সোনার বাংলা সার্কাস, হাইওয়েসহ আরও কয়েকটি ব্যান্ড।বন্যার্তদের পাশে দাঁড়াতে গেট আপ স্ট্যান্ড আপের তরফ থেকে ফান্ড সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত অর্থ নিয়ে বন্যাদুর্গতদের পৌঁছে দেওয়া হবে।

এর বাইরে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজের ব্যানারেও ফান্ড সংগ্রহ করা হচ্ছে। নির্মাতা ও অভিনয়শিল্পীদের মধ্যে জাকিয়া বারী মমসহ আরও অনেকে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজের একটি কার্ড ফেসবুকে পোস্ট করেছেন। শিল্পী ও নির্মাতাদের কেউ কেউ এককভাবে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

নির্মাতা রেদওয়ান রনি কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বর দিয়ে লিখেছেন, ‘মানুষ বাঁচলে ক্ষতি আমরা পুষিয়ে নেব, পানির হিস্যা অবশ্যই বুঝে নেব, কখন কে গেট ছেড়েছে, সব মনে রেখে অধিকার ঠিকই কড়ায়–গন্ডায় আদায় করা হবে। শুধু এই মুহূর্তে দরকার মানুষগুলোকে বাঁচানো। নতুন জোয়ারে সব সংস্কার করে ফেলা যাবে। কিন্তু এই বন্যার পানির জোয়ারে আগে মানুষগুলোকে বাঁচানো দরকার। এই মানুষগুলোই দেশ গড়বে। চলেন, আরেকবার সাড়া দিই দেশের ছাত্র–জনতা, বুদ্ধিজীবী, উপদেষ্টা, নাগরিক সমাজ, শিক্ষিত সমাজ আর সব সাধারণ মানুষ; আমরা যুদ্ধ করতে জানি, হোক সেটা স্বৈরাচারের বিরুদ্ধে বা অমানুষসৃষ্ট বন্যা অথবা প্রাকৃতিক দুর্যোগ—আমরা যে পারি, আরেকবার দেখাই।’

অস্ট্রেলিয়া থেকে অভিনেত্রী শাবনূর লিখেছেন, ‘আল্লাহ, দেশের মানুষগুলোকে রক্ষা করো।’

বাড়ির আঙিনায় বন্যার পানি। লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্ছনগর এলাকায় আজ সকালে

অভিনেতা দীপক কুমার গোস্বামী বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সব ইউনিটকে একযোগে বন্যা উপদ্রুত এলাকায় নিযুক্ত করার আহ্বান জানিয়ে লিখেছেন, ‘দুর্যোগ পরিস্থিতিতে সেনা, নৌ, বিমানবাহিনীর ভূমিকা অধিকতর কার্যকর হবে। প্রশিক্ষিত, দক্ষ, জনবল দিয়েই এই পরিস্থিতি মোকাবিলা সম্ভব। কাজেই আবেগে ভর করে মহতী চিন্তা নিয়ে বা অডিও ভিজ্যুয়াল কনটেন্ট বানানোর হীন উদ্দেশ্য নিয়ে উপদ্রুত এলাকায় গিয়ে সংকট না বাড়াই।’

অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘আসুন, আমরা সবাই বানভাসি মানুষের পাশে দাঁড়াই।’ তিনি কয়েকটি আশ্রয়কেন্দ্রের ঠিকানা পোস্ট করেছেন।

চিত্রনায়িকা পরীমনি লিখেছেন, ‘আল্লাহ! কী করব আমি! বুকের ভেতর দুমড়েমুচড়ে যাচ্ছে। এই চোখের দিকে তাকিয়ে কী করে ঘুমাব! আল্লাহ তুমি সহায় হও। কেউ নেই আর এখন। আমি যাব। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার, করব ইনশা আল্লাহ।’

চিত্রনায়ক জায়েদ খান লিখেছেন, ‘কোনোভাবেই সহ্য করার মতো নয়। এটা দেখার পর মানুষ কীভাবে থাকে। বুকের ভেতরটা কাঁদছে, যতবার দেখছি। আল্লাহ, আপনি এই মাছুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে বানভাসি মানুষদের হেফাজত করেন।’