নিউইয়র্ক, শিকাগো, ফিলাডেলফিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মানুষ ‘সিটিজেন’ নামের একটি অ্যাপ ব্যবহার করেন। অ্যাপটি থেকে সুরক্ষাসংক্রান্ত নানা ধরনের বার্তা পান নাগরিকেরা। ভুলক্রমে অ্যাপটি থেকে ফাঁস হয়েছে গ্র্যামিজয়ী গায়িকা বিলি আইলিশের ছোটবেলার বাড়ির ঠিকানা।
মার্কিন গণমাধ্যমগুলো জানায়, গত সপ্তাহে ভুলক্রমে অ্যাপটি থেকে বিলির পারিবারিক বাড়ির ঠিকানা ফাঁস হয়ে যায়। এরপর ১ লাখ ৭৮ লাখের বেশি মানুষের কাছে চলে যায় সে বার্তা। ভুল বুঝতে পেরে অ্যাপটি যতক্ষণে বার্তাটি মুছে দেয়, ততক্ষণে সেটি দেখে ফেলেন ৭৮ হাজারের বেশি মানুষ। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরেই তোলপাড় চলছে। তবে যাঁর বাড়ির ঠিকানা নিয়ে এত ঘটনা, সেই বিলি অবশ্য এখনো চুপ।
গায়িকার বাড়ির ঠিকানা ফাঁস হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন খবর, লস অ্যাঞ্জেলেসে বিলির পারিবারিক বাড়িতে অনুপ্রবেশের দায়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাড়িটিতে বর্তমানে বিলির মা-বাবা থাকেন। পুলিশকে উদ্ধৃত করে বিভিন্ন মার্কিন গণমাধ্যম জানিয়েছে, কালো পোশাকে আবৃত মাস্ক পরা এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বেড়া টপকে বাড়ির আঙিনায় প্রবেশ করেছিলেন তিনি। কেউ একজন জরুরি সেবা নম্বরে ফোন করার পর ঘটনাস্থল থেকেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এখন ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। বাড়িটি থেকে কিছু চুরি গেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
২০১৯ সালেও একবার ঠিকানা ফাঁসের বিড়ম্বনায় পড়েছিলেন বিলি আইলিশ। সেবার ঠিকানা ফাঁস হওয়ার পর বিলির বাড়ির সামনে জড়ো হয়েছিলেন তাঁর অনেক ভক্ত। সুরক্ষার জন্য তাঁকে পরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করতে হয়েছিল।
এক সাক্ষাৎকারে ওই ঘটনা সম্পর্কে বিলি আইলিশ বলেছিলেন, ‘সেটি ছিল ভয়াবহ এক অভিজ্ঞতা, একধরনের ট্রমার মধ্য দিয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, নিজের বাড়িতেই আর নিরাপদ নই। বাড়িও ছাড়তে চাইছিলাম না; কারণ, সেটা ছিল আমার খুবই পছন্দের।’