শুক্রবার ছুটির বিকেল, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে তরুণ-তরুণীদের লম্বা লাইন। একটু এগিয়ে যেতেই কানে ভেসে আসে গানের লাইন। কেউ গাইছেন ‘সে আমারে আমার হতে দিল না’, কেউ গাইছেন ‘কার কপালের টিপ কার হয়ে যায়’। আরও শোনা গেল ‘ছারপোকা’, ‘ধুলোবালি’। গানগুলোও ব্যান্ড অ্যাশেজের। লাইনে দাঁড়ানো তরুণ-তরুণীরা যে ব্যান্ডটির ভক্ত, সে কথা বলাই বাহুল্য। দীর্ঘ ৯ বছর পর অ্যাশেজ নিয়ে এসেছে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘অন্তঃসারশূন্য’। নতুন অ্যালবামের মুক্তি উপলক্ষে গতকাল ব্যান্ডটি আয়োজন করে একক কনসার্টের। তরুণ-তরুণীরা ভিড় করেছিলেন সেই কনসার্টে প্রবেশের লাইনে।
দ্বিতীয় অ্যালবামের মুক্তি উপলক্ষে নানা আয়োজনের পসরা সাজিয়েছিল অ্যাশেজ। শুধু কি কনসার্ট, ছিল তাদের নতুন মিউজিক ভিডিওর মুক্তি, ছিল ভক্তদের সঙ্গে মতবিনিময়ের আয়োজনও। ‘অন্তঃসারশূন্য’ অ্যালবাম ব্যান্ডটি সাজিয়েছে নতুন সাতটি গান দিয়ে।
এই আয়োজনে অংশ নিতে কেবল ঢাকা নয়, তরুণ-তরুণীরা ভিড় করেছিলেন দূরদূরান্ত থেকে এসে। ঠাকুরগাঁও, বগুড়া, ময়মনসিংহসহ দেশের নানা প্রান্ত থেকে পোস্টার হাতে এসেছেন অ্যাশেজ-ভক্তরা। ব্যান্ডটির বিভিন্ন গানের লাইন দিয়ে সাজানো হয়েছে পোস্টারগুলো। কারও পোস্টারে ছিল প্রিয় ব্যান্ডের জন্য শুভেচ্ছা বার্তা।
কথা হয় ময়মনসিংহ থেকে আসা তরুণ সায়েমের সঙ্গে। তিনি বলেন, ‘আমি ইভান (ব্যান্ডের প্রধান ভোকাল জুনায়েদ ইভান) ভাইয়ের অনেক বড় ভক্ত। তিনি আমাদের সঙ্গে গল্প করবেন, ছবি তুলবেন শুনে আর দেরি করিনি। চলে এলাম ঢাকায়।’
গানের কথা, ব্যান্ডের জন্য শুভেচ্ছা বার্তা ছাড়াও কারও পোস্টারে ছিল ‘অ্যাশেজ’-এর বিভিন্ন বিষাদময় গানের লাইন।
এই ভক্তদের সবাই নাকি ব্যর্থ প্রেমিক! প্রেমে ব্যর্থ প্রেমিকেরাই নাকি অ্যাশেজের ভক্ত, এমন দাবি করলেন ঢাকা কলেজের শিক্ষার্থী রিয়াদ। ‘কার কপালের টিপ কার হয়ে যায়’—এমন একটা পোস্টার নিয়ে অনুষ্ঠানে এসেছেন তিনি। প্রেমে ব্যর্থ এই ভক্তদের জন্যই কিনা ‘কেমন আছ’ গানটি দিয়ে কনসার্ট শুরু করে অ্যাশেজ। গানের তালে মেতে ওঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা, জুনাইদ ইভানের সঙ্গে ঠোঁট মিলিয়ে চিৎকার করে গাইতে থাকেন। একে একে ‘উড়ে যাওয়া পাখির চোখে’, ‘তুমি আয়না দেখো না’ গেয়ে শোনায় ব্যান্ডটি। এরপর গানে বিরতি, ‘অ্যাশেজ’ প্রকাশ করে তাদের নতুন মিউজিক ভিডিও ‘আমার দিকে তাকিয়ে সে’। ভিডিওটিতে জুনাইদ ইভানের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে।
মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে ব্যান্ড সদস্যদের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। আরও ছিলেন বামবার সভাপতি হামিন আহমেদ, চিরকুট ব্যান্ডের প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি, মিউজিক ভিডিওর পরিচালক জিয়াউল ফারুক, নির্মাতা কাজল আরেফিন প্রমুখ। প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘অ্যাশেজ এমন একটা ব্যান্ড, যারা আমাদের তরুণদের মধ্যে আবার নতুন তারুণ্যের উপলব্ধি ঘটিয়েছে। অ্যাশেজের গান আমাদের জীবনের সঙ্গী।
ভালোবাসায় যখন কাতর হয়, তখনো অ্যাশেজ লাগে, ভালোবাসায় যখন আনন্দিত হয়, তখনো লাগে। কষ্টে লাগে, দুঃখে লাগে।’ এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘তরুণ ভাইবোনেরা কেউ যদি দুর্ভাগ্যক্রমে মাদকে আসক্ত হয়ে থাকো, আমি তাদের আহ্বান জানাব, তোমরা মাদক ছেড়ে অ্যাশেজ ধরো। কারণ, অ্যাশেজের প্রতিটা সুর-সংগীতের মধ্যে তীব্র মাদকতা রয়েছে।’ চিরকুট ব্যান্ডের সুমি বলেন, ‘অ্যাশেজ আমাদের মানিক–রতন। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তা–ই, পাইলেও পাইতে পারো “মানিক–রতন”।’
নতুন মিউজিক ভিডিও প্রকাশ শেষে অ্যাশেজ তাদের পুরোনো গান ‘তারাবাতি’, ‘সে আমারে’ গেয়ে শোনায়। এরপর ছিল নতুন অ্যালবাম অন্তঃসারশূন্য প্রকাশ অনুষ্ঠান। এ অ্যালবাম পাওয়া যাবে ইউটিউব, স্পটিফাই, আইটিউনসসহ বিভিন্ন অডিও ও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
২০০৬ সালে যাত্রা শুরু করে অ্যাশেজ ব্যান্ড। ২০১০ সালে মুক্তি পায় ব্যান্ডটির প্রথম গান ‘হীন’। গান, স্টেজ পারফরম্যান্স দিয়ে বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকে অ্যাশেজ। ২০১৪ সালে নিয়ে আসে প্রথম অ্যালবাম ছাড়পোকা। অ্যাশেজের প্রধান ভোকাল জুনায়েদ ইভান, অন্য সদস্যরা হলেন তৌফিক আহমেদ (ড্রামস), আদনান বিন জামান (কি-বোর্ড), সুলতান রাফসান খান (গিটার) ও ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার)।