মাস ছয়েক আগে ব্যবসায়ী স্বামীর সঙ্গে ‘জুয়েলারি’ ব্যান্ডের গায়িকা সে ইন ইয়ংয়ের বিচ্ছেদের গুঞ্জন রটেছিল। গুঞ্জনের মধ্যেই সংসারে ইতি টানার ঘোষণা দিলেন এই তারকা। খবর দ্য কোরিয়া টাইমসের
গায়িকার এজেন্সি এস এম এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ‘ঘটনা (বিচ্ছেদের গুঞ্জন) সত্যি, তিনি বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।’
এ বছরের মে মাস থেকে বিচ্ছেদের আবেদন করেছেন সে ইন ইয়ং; বিষয়টি চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে এক ব্যবসায়ীকে বিয়ে করেন তিনি।
বিয়ের সাত মাসের ব্যবধানে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল। এ বছরের মার্চে গুঞ্জনটাই আরও ডালপালা মেলতে থাকে।
শ্রোতাদের কাছে এলি নামে পরিচিত সে ইন ইয়ং। তিনি গায়িকার পাশাপাশি নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী হিসেবেও পরিচিত।