টিজারেই গানটির কিছু অংশ শুনে কৌতূহলী হয়ে উঠেছিলেন ভক্ত-দর্শকেরা। তখনই অনেকে মন্তব্য করেছিলেন, মুক্তির পর ঝড় তুলবে গানটি। তবে এর আগেই চলে আসে সিনেমার আরেকটি গান ‘লাগে উরাধুরা’। আলোচিত গানটি নিয়ে যখন বিস্তর চর্চা চলছে, তখনই মুক্তি পেলে ‘তুফান’-এর শিরোনাম সংগীত ‘তুফান’।
গত বুধবার রাতে আলফা আই, এসভিএফ ও চরকির ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজসহ ছবির পরিচালক, নায়ক-নায়িকার ফেসবুক পেজে একযোগে প্রকাশিত হয় গানটি।
মুক্তির পর থেকেই অন্তর্জালে তুমুল চর্চা চলছে গানটি নিয়ে। গানের গায়কি, কথা, সুর তো আছেই; পর্দায় যেভাবে শাকিব খানকে উপস্থাপন করা হয়েছে, তারই তারিফ করছেন দর্শক-সমালোচকেরা। বেশির ভাগেরই মন্তব্য, এই শাকিবকে আগে দেখা যায়নি।
ইউটিউবে মন্তব্যের ঘরে সাবরিন জাহান নামের একজন মন্তব্য করেছেন, ‘গানটা মারাত্মক হয়েছে, গায়ের লোম দাঁড়িয়ে গেছে। সুপারস্টার শাকিব খান একজনই হয়।’ আরেক দর্শক আবার লিখেছেন, ‘কি বলব, ভাষা হারিয়ে ফেলেছি। শুধু এতটুকুই বলব, এবার সিনেমা হলে “তুফান” বয়ে যাবে, ইতিহাস হয়ে যাবে। “তুফান” ১০০ কোটি আয় করার মতো মুভি। এগিয়ে যাক বাংলা চলচ্চিত্র, এগিয়ে যাক শাকিব খান।’
কেবল সাধারণ দর্শকই নন, ভারতের ইউটিউবারও গানটির প্রশংসায় পঞ্চমুখ। জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘অরিরত্রস জ্ঞান’-এর অরিত্র ব্যানার্জি মনে করেন, গানটির কথা সহজবোধ্য, এতে বাংলার ছোঁয়া আছে, পর্দায় শাকিব খানকে দেখতেই দুর্দান্ত লাগছে; এ জন্যই গানটি অন্য রকম আবেদন তৈরি করেছে। তাঁর ভাষ্যে, ‘গানটির কথার মধ্যে প্রচণ্ড বাঙালিয়ানা আছে। সহজবোধ্য কথা ব্যবহার করেই যে ‘“লার্জার দ্যান লাইফ” ব্যাপার তৈরি করা যেতে পারে, গানটি তারই প্রমাণ।’
এ ছাড়া গানটির ভিজ্যুয়াল, দৃশ্যায়নের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। পশ্চিমবঙ্গের আরেক ইউটিউবার ‘রূপমস রিভিউ’-এর রূপম গানটি নিয়ে বলেন, ‘কেবল ভিজ্যুয়াল দিয়ে গান হয় না, অডিওর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। গানটা এত ভালো হয়েছে যে ওই “গমগম” ব্যাপারটা তৈরি হয়েছে। অনেক দিন পর বাণিজ্যিক বাংলা সিনেমার গান দেখে এত মজা পাওয়া গেল।’
‘আর্টিস্টিক সেভেনথ সেন্স’-এর সাগরনীল গানটি নিয়ে বলেন, ‘মূলধারার বাংলা সিনেমা, বড় তারকার সিনেমায় এমন একটা গান দরকার হয়, যা পুরো ব্যাপারটি জমিয়ে দেয়। গানটির মধ্যে সেই ব্যাপারটি আছে।’
‘লাগে উরাধুরা’ যেমন দর্শকের ভালো লেগেছে, তেমনি ‘তুফান’ গানটিও দর্শকের ভালো লাগবে বলে মন্তব্য করেন তিনি।
২ মিনিট ১৩ সেকেন্ড দৈর্ঘ্যের গানটি সুর, সংগীতায়োজন ও প্রোগ্রামিং করেছেন নাভেদ পারভেজ। কথা লিখেছেন তাহসান শুভ। গানটি গেয়েছেন আরিফ রহমান জয়। এ ছাড়া গানের র্যাপ অংশে শোনা গেছে রাপাস্তা দাদুর কণ্ঠ।
‘তুফান’ প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিটর হিসেবে আছে এসভিএফ। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাটিতে শাকিব খান ছাড়াও আছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলাসহ আরও অনেকেই।