‘ফিনিক্সের ডায়েরি ১’ প্রকাশের পর এবার ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবাম নিয়ে আসছে অর্থহীন। মঙ্গলবার রাতে এক ফেসবুক লাইভে ব্যান্ডটির দলনেতা সুমন জানান, আগস্টের মাঝামাঝির দিকে অ্যালবামের গান রেকর্ডিং শুরু করবেন তাঁরা। নভেম্বরে দুটি গান ও ডিসেম্বরে বেশির ভাগ গান প্রকাশ করা হবে।
গত বছরের ডিসেম্বরে ‘ফিনিক্সের ডায়েরি ১’ অ্যালবাম প্রকাশ করে ব্যান্ডটি। অ্যালবামটি শ্রোতৃমহলে আলোচিত হয়েছে। সুমন জানান, অ্যালবামের শেষ গানটি এ বছরই প্রকাশের চেষ্টা করবেন তাঁরা; সেটা সম্ভবপর না হলে তা আগামী বছর প্রকাশ করবেন।
ফেসবুক লাইভে অর্থহীনের এক অনুরাগী জানতে চেয়েছেন, ‘নিকৃষ্ট ৪’ গান কবে আসবে? উত্তরে হাসতে হাসতে সুমন বলেন, ‘“নিকৃষ্ট ৪” গানের গ্যারান্টি দিতে পারছি না। আমরা আগে থেকে গান বানাই না, স্টুডিওতে বসে তাৎক্ষণিক গান বানাই। ওই সময় (রেকর্ডিং) যদি মনমেজাজ খুব খারাপ থাকে, তাহলে “নিকৃষ্ট ৪” আসতে পারে। গ্যারান্টি দিতে পারছি না।’
অ্যালবামের পাশাপাশি কনসার্টেও পাওয়া যাবে অর্থহীনকে। ২৮ জুলাই ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ‘দ্য আলটিমেট রক ফেস্ট-২০২৩’-এ গাইবে ব্যান্ডটি।
একই মিলনায়তনে ‘রকভিউ’ কনসার্টে গত ১৫ জানুয়ারি শেষবারের মতো শ্রোতাদের সামনে এসেছিল তারা। সেই কনসার্টের পর মার্চে অর্থহীন ছেড়েছেন গিটারিস্ট শিশির আহমেদ। শিশিরকে ছাড়াই এবার মঞ্চে উঠবে অর্থহীন।
ভক্তদের কাছে ‘বেজবাবা’ নামে পরিচিত ব্যান্ড তারকা সুমনের ব্যান্ডটির লাইনআপে রয়েছেন মার্ক ডন (ড্রামস) ও মহান ফাহিম (গিটার)। কনসার্টে নতুন একজন গিটারিস্ট ও কিবোর্ডিস্টকে নিয়ে মঞ্চে উঠবে অর্থহীন।