যাদের পেছন ফেলে রেকর্ড গড়লেন, সেই বিটিএসকেই চেনেন না অলকা ইয়াগনিক

অলকা ইয়াগনিক
ফেসবুক

সারা বিশ্বেই ছড়িয়ে-ছিটিয়ে আছে দক্ষিণ কোরীয় ব্যান্ড বিটিএসের ভক্ত। এই ব্যান্ডের নাম শোনেননি, সংগীতপ্রেমী এমন মানুষ খুব কমই আছেন। বিটিএসকেই পেছনে ফেলে গত বছর রেকর্ড গড়েছিলেন ভারতের কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক। কিন্তু এই বিটিএস ব্যান্ডকেই নাকি চেনেন না তিনি। খবর ইন্ডিয়া টুডে


গত বছর ইউটিউবে শ্রোতারা সবচেয়ে বেশি শুনেছেন অলকা ইয়াগনিকের গান।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে গড়ে প্রতিদিন ৪২ মিলিয়নবার শোনা হয়েছে তাঁর গান।

২০২২ সালে ১৫ দশমিক ৩ বিলিয়নবার স্ট্রিমিং হয়েছিল অলকার গান। তখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিবেদনে অলকাকে বলা হয়েছে বলিউডের সবচেয়ে ‘আইকনিক কণ্ঠ’।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে অলকা ইয়াগনিক বলেন, ‘বিটিএস সম্পর্কে কিছুই জানতাম না আমি। এই তালিকা প্রকাশের পর আমার মেয়ে সায়েশা কাপুর আমাকে এ তালিকা দেখাল। বিটিএস সম্পর্কে এবং তাদের পেছনে ফেলার গুরুত্ব বোঝাল। তখন আমি তাকে জিজ্ঞেস করি, বিটিএস কে? সায়েশা তখন অবাক হয়ে যায়।’

প্রায় এক হাজার ভারতীয় সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ৫৬ বছর বয়সী এই গায়িকাকে বলা হয় ‘কুইন অব প্লেব্যাক সিঙ্গিং’। নব্বইয়ের দশকে হিন্দি সিনেমা মানেই যেন তাঁর রোমান্টিক গান।