‘কুঁড়েঘর’ ব্যান্ডদলের ভোকাল তাসরিফ খান
‘কুঁড়েঘর’ ব্যান্ডদলের ভোকাল তাসরিফ খান

‘মধ্যবিত্ত’ গায়ক তাসরিফ দিলেন দুঃসংবাদ

ভালো নেই ‘কুঁড়েঘর’ ব্যান্ডদলের ভোকাল তাসরিফ খান। তাঁর ডান চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে। সামাজিক মাধ্যমে নিজেই দিলেন এই দুঃসংবাদ। শুক্রবার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য জানান তাসরিফ। পোস্টে গায়ক বলেন, ‘আমার ডান চোখের ভেতর দিকে টিউমার ধরা পড়েছে। আমার জন্য দোয়া করবেন।’
গায়কের এই স্ট্যাটাসের পরই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। দ্রুত আরোগ্য কামনা করেন জনপ্রিয় এই সংগীতশিল্পীর। কমেন্ট বক্স ভরে উঠেছে একের পর এক মন্তব্যে। ভক্তদের সান্ত্বনা জানিয়ে তাসরিফ লেখেন, ‘একদম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। আপনাদের যে কারও দোয়া কবুল হয়ে গেলে দেখবেন আল্লাহর দয়ায় দ্রুত সুস্থ হয়ে গেছি ইনশা আল্লাহ।’
জানা গেছে, বেশ কিছুদিন ধরে গায়কের ডান চোখে অঞ্জলির মতো সমস্যা দেখা দেয়। চিকিৎসকের কাছে গিয়ে করান পরীক্ষা। এরপরই চোখের টিউমার ধরা পড়েছে বলে জানতে পারেন তিনি। এখন সার্জারির মাধ্যমে টিউমার অপসারণ করতে হবে। গত বছরও অসুস্থ হয়েছিলেন তাসরিফ খান। জানিয়েছিলেন তিনি ‘ফেসিয়াল প্যারালাইসিস’ রোগে আক্রান্ত। তবে কয়েক মাস বিশ্রামের পর সেরে ওঠেন তাসরিফ।

তরুণ গায়ক তাসরিফ খান

তিনি শুধু গায়কই নন, একজন ইনফ্লুয়েন্সার, সমাজসেবামূলক কর্মকাণ্ডেও জড়িত। গত বছর সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন গায়ক, যা মুহূর্তেই ভাইরাল হয়। সহায়তায় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হন তিনি।

শৈশবে গানের চর্চা করেন তাসরিফ। তাঁর গাওয়া প্রথম গান ‘মধ্যবিত্ত...’। গানটি রাতারাতি তাঁকে শ্রোতাদের কাছে নিয়ে যায়। অল্প সময়ে গানটি আড়াই লাখ শেয়ারও হয়। গানটিতে মধ্যবিত্তদের মনের কথা ফুটে ওঠে। পরবর্তী সময়ে ‘তুমি মানে আমি...’, ‘ময়না রে...’, ‘তাই তো আইলাম সাগরে...’, ‘ব্যাচেলর...’ গানগুলো দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নেন তরুণ এই সংগীতশিল্পী।