আগামী ১০ মে ‘রক অ্যান্ড রিদম ৪.০: রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্টে হাজির হবেন ব্ল্যাকের পুরানো সদস্যেরা
আগামী ১০ মে ‘রক অ্যান্ড রিদম ৪.০: রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্টে হাজির হবেন ব্ল্যাকের পুরানো সদস্যেরা

দুই দশক পর পুরোনো লাইনআপে ব্ল্যাকের কনসার্ট

শূন্য দশকের জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকের সঙ্গে তাহসান, জন কবির, জাহান, মিরাজ ও টনির নাম জড়িয়ে আছে। তাঁদের মধ্যে জাহান ছাড়া কেউই আর ব্ল্যাকে নেই। কেউ দেশের বাইরে আছেন; ব্ল্যাক থেকে বেরিয়ে আলাদাভাবে ক্যারিয়ার গড়েছেন।
২০০৫ সালের ১৮ এপ্রিল ঢাকার একটি মিলনায়তনে শেষবারের মতো তাঁদের পাওয়া গেছে। এরপর ১৯ বছর কেটে গেছে, ব্ল্যাকের এই পাঁচ সদস্যকে আর একসঙ্গে পাওয়া যায়নি। এখনো তাঁদের গান, নাম ব্ল্যাকের পুরোনো অনুরাগীদের মুখে মুখে ফেরে। ব্যান্ড ছাড়লেও তাঁদের বন্ধুত্বটা এখনো অটুট আছে, ফলে একটা পুনর্মিলনী কনসার্ট হতেই পারে।

ব্ল্যাকের ২৫ বছর পূর্তিতে পঞ্চপাণ্ডবকে ফেরানোর ঘোষণা দিয়েছে ব্ল্যাক। কয়েক দিন ধরেই গুঞ্জনটা ছড়িয়েছিল; একটিও ভিডিওতে তেমনটাই ইঙ্গিতও দিয়েছিলেন তাহসান, জন কবির, জাহান, মিরাজ ও টনি।
ব্ল্যাকের অনুরাগীদের জন্য সুখবর মিলেছে। আগামী ১০ মে ‘রক অ্যান্ড রিদম ৪.০: রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্টে হাজির হবেন তাহসান, জন কবির, জাহান, মিরাজ ও টনি। কনসার্টে অংশ নিতে কানাডা থেকে উড়ে আসবেন টনি। কনসার্ট শেষে কানাডায় পাড়ি দেবেন তিনি।

কনসার্টে ক্রিপটিপ ফেইট, রিকলসহ আরও কয়েকটি ব্যান্ড থাকবে

জাহান প্রথম আলোকে জানান, বেশ কিছুদিন ধরেই ব্ল্যাকের পুরোনো লাইনআপ নিয়ে কনসার্টের পরিকল্পনা করছিলেন তাঁরা। বিষয়টি নিয়ে তাঁরা আনন্দিত।
কনসার্টের খবরে অনেকে বলছেন, তাহসান, জন কবিররা ব্ল্যাকে একেবারেই ফিরছেন কি না? এমন প্রশ্নের জবাবে জাহান বলেন, ব্ল্যাকে তাঁদের ফেরার সম্ভাবনা নেই। শুধু এই কনসার্টে থাকবেন তাঁরা।
এই কনসার্টে তাহসান, জন কবিরদের সঙ্গে ব্ল্যাকের বর্তমানের লাইনআপের সদস্যদেরও পরিবেশনা দেখা যাবে। এদিন ব্ল্যাকের বর্তমান লাইনআপের ‘সমান্তরাল’ গানের ভিডিও চিত্র প্রকাশিত হবে। এই গানে তাহসান, জন কবিররা নেই।
পাশাপাশি কনসার্টের দিন ব্ল্যাকের অফিশিয়াল ওয়েবসাইটও উন্মুক্ত করা হবে।
১৯৯৯ সালে জন কবির, জাহান ও টনির হাত ধরে গঠিত হয় ব্যান্ডটি। পরে মিরাজ ও তাহসান যোগ দেন। ২০০২ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আমার পৃথিবী’ প্রকাশিত হয়। ২০০৩ সালে আসে ‘উৎসবের পরে’।

ব্ল্যাকের বর্তমান লাইনআপ

২০০৫ সালে চট্টগ্রাম থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় ব্ল্যাকের শব্দ প্রকৌশলী ইমরান আহমেদ চৌধুরী মবিন মারা যান। দুর্ঘটনায় আহত মিরাজকে আর ব্যান্ডে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ব্ল্যাকের কার্যক্রম অনেকটা স্তিমিত হয়ে পড়ে। ২০০৮ সালে তৃতীয় অ্যালবাম ‘আবার’ প্রকাশের আগে ব্ল্যাক ছাড়েন তাহসান। ২০১১ সালে প্রকাশিত ‘ব্ল্যাক’ অ্যালবামের লাইনআপে জন কবির, টনি ছিলেন। এরপর জনও ব্ল্যাক ছেড়েছেন। টনি দেশের বাইরে।
পুরোনো লাইনআপের মধ্যে এখন শুধু জাহান ব্ল্যাকে আছেন। ব্ল্যাকের বর্তমান লাইনআপে আছেন ঈশান হোসেন (ভোকালিস্ট), জাহান (লিড গিটারিস্ট), চার্লস ফ্রান্সিস (বেজ গিটারিস্ট), ফারহান তানভীর (ড্রামস ও পারকাশনস)।

‘রক অ্যান্ড রিদম ৪.০: রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্টে ব্ল্যাক ছাড়াও অনি হাসান, ব্যান্ড রিকল, পপাই বাংলাদেশ, ফারুক ভাই প্রজেক্ট, ক্রিপটিক ফেইটসহ আরও কয়েকটি ব্যান্ডের গান পরিবেশনার কথা রয়েছে।