টেলর সুইফট
টেলর সুইফট

নিরাপত্তার শঙ্কায় সুইফটের ভিয়েনা কনসার্ট বাতিল

ভিয়েনায় পপ তারকা টেলর সুইফটের কনসার্ট বাতিল করা হয়েছে। ইরাস টুরে অস্ট্রিয়ার রাজধানীতে আর্নস্ট হ্যাপেল স্টেডিয়ামে তিনটি শোতে গাওয়ার কথা ছিল তাঁর।

তবে নিরাপত্তার শঙ্কায় শেষ মুহূর্তে কনসার্ট বাতিল করেছে আয়োজকেরা। বুধবার সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে; তাঁরা সুইফটের কনসার্টে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছেন। তাঁরা ইসলামিক স্টেট বা আইএসের অনুসারী।

আয়োজকের বরাতে বিবিসি লিখেছে, ‘সরকারের তরফ থেকে আমাদের জানানো হয়েছে, আর্নস্ট হ্যাপেল স্টেডিয়ামে সন্ত্রাসী হামলার তথ্য পেয়েছে। সবার নিরাপত্তার কথা ভেবে শো বাতিল করা ছাড়া আর কোনো উপায় নেই।’

টেলর সুইফট

আগামী ১০ কর্মদিবসের মধ্যে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।

এর আগে জননিরাপত্তা বিভাগের জেনারেল ডিরেক্টর ফ্রাঞ্জ রুফ জানান, ১৯ বছর বয়সী এক অস্ট্রিয়ান তরুণকে বুধবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে আরেক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

জুলাইয়ে ইরাস ট্যুরে জার্মানিতে শো করেছেন সুইফট। মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামে সুইফটকে শুনতে দর্শকের ঢল নেমেছিল। ভেতরে ঢুকতে না পেরে অনেকে বাইরে বসেও শুনেছেন।

সামনে পোল্যান্ডে ইরাস ট্যুরে যাওয়ার কথা রয়েছে। আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর ভ্যাঙ্কুভারে শেষ হবে এই ট্যুর।