অরিজিৎ সিং
অরিজিৎ সিং

ভারত-পাকিস্তান ম্যাচে গাইতে গিয়ে কেন সাংবাদিকদের কাছে খাবার চাইলেন অরিজিৎ

বিশ্বকাপ ক্রিকেটে আজ ছিল ভারত-পাকিস্তানের ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ আরও জমিয়ে দিতে খেলার আগে সংগীতানুষ্ঠানের আয়োজন করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে পারফরম্যান্স করেন অরিজিৎ সিং, শংকর মহাদেবন ও সুখবিন্দর সিং। তবে অনুষ্ঠানে গাওয়ার আগে অরিজিৎ সিংয়ের একটি ভিডিও এসেছে আলোচনায়। এক্সে (সাবেক টুইটার) এএনআইয়ের পোস্ট করা ভিডিওতে সাংবাদিকদের কাছে খাবার চাইতে দেখা গেছে।

এদিনের ম্যাচে যাঁরা মাঠে হাজির ছিলেন না, তাঁরা অবশ্য অরিজিৎদের পারফরম্যান্স থেকে বঞ্চিত হয়েছেন। কারণ, ম্যাচের আগে হওয়া গানের অনুষ্ঠানটি টিভিতে সম্প্রচারিত হয়নি। তবে অরিজিতের ভাইরাল হওয়া ভিডিওটি মাঠের নয়, বিমানবন্দরের।

এদিন বিমানবন্দরে নামার পরই অরিজিতের দিকে বুম হাতে এগিয়ে যান সাংবাদিকেরা। তাঁকে আজকের অনুষ্ঠান নিয়ে কথা বলতে বলেন। শুরুতে হেসে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন গায়ক।

অরিজিৎ সিং

পরে হাসতে হাসতেই বলেন, ‘কী ইন্টারভিউ দেব? খুব খিদে পেয়েছে। তাই সবার আগে বলুন, কিছু খাবার আছে?’ তাঁর কথা শুনে হেসে ফেলেন সাংবাদিকেরাও।

বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কদের একজন হলেও অরিজিৎ আলোচিত তাঁর সাধারণ জীবনযাপনের জন্য। কর্মক্ষেত্র মুম্বাই হলেও তিনি বেশির ভাগ সময় থাকেন পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে তাঁর বাড়িতেই।

টিভিতে সম্প্রচারিত না হলেও অবশ্য আজকের অনুষ্ঠানে অরিজিতের পারফরম্যান্সের কথা গোপন থাকেনি। জানা গেছে, আজকের অনুষ্ঠানে তিনি গেয়েছেন ‘তুম ক্যায় মিলে’, ‘চাল্লেয়া’সহ তাঁর জনপ্রিয় গানগুলো। অনুষ্ঠানে যোগ দিতে আজ সকালেই আহমেদাবাদে পৌঁছান গায়ক।