রুনা লায়লা
রুনা লায়লা

ঈদে রুনা লায়লার নতুন গান

মাস তিনেক আগে বাংলাদেশ বেতারে ‘ও বৃষ্টি তুমি’ গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠানের সঙ্গে ১৪ বছরের বিরতির ইতি টানেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। দীর্ঘ বিরতি শেষে পরের গানটিতে কণ্ঠ দিতে বেশি সময় নিলেন না বরেণ্য এই সংগীতশিল্পী। ৯ জুন নতুন আরেকটি গানে কণ্ঠ দেন রুনা লায়লা। এবারের গানের কথা এমন ‘ভেজা ভেজা রাত, ভেজা ভেজা মন’। এই গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন সাদেক আলী। বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রম ইউনিটের স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়।

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রম ইউনিটের স্টুডিওতে রুনা লায়লা

রুনা লায়লা বলেন, ‘আমার বাদ্যযন্ত্রী দলের একজন সাদেক আলী। তিনি বলেছিলেন, মোহাম্মদ রফিকউজ্জামান সাহেবের লেখা একটি গানের সুর করেছেন। আমাকে দিয়ে সেই গান গাওয়াতে চান। এরপর আমি গানটি শুনি। কথাগুলো চমৎকার। শোনার পর আমারও ভীষণ ভালো লেগেছে। ভাবলাম, ভালো লেগেছে যেহেতু, গানটি গাই। গানটি গাইবার পরও তৃপ্ত। গানটি প্রচারের পর শুনলে সবার ভালো লাগবে, এমনটা আশা করছি।’

রুনা লায়লা

বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা মাঝখানে বেশ কিছুদিনের জন্য যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়েছিলেন। গত ৩১ মে তিনি দেশে ফিরে ব্যস্ত হয়েছেন। দেশে ফিরেই গানটিতে কণ্ঠ দেন তিনি। গানটি গাইতে গিয়ে বেতারের পরিবেশে মুগ্ধ বরেণ্য এই শিল্পী।

রুনা লায়লার ভাষায়, ‘এক যুগ আগে আমি যখন বেতারের গানে কণ্ঠ দিই। তখনো দেখেছি, স্টুডিও ছোট। এখনকার স্টুডিও আকারে যেমন বড়, তেমনি বেশ আধুনিকও হয়েছে। কয়েক মাস আগেও একটি গান গাইলাম। এত বছর পর বেতারে গিয়ে সবার আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। এত অসাধারণভাবে স্বাগত জানিয়েছে, তা ভীষণ ভালো লাগার ছিল।’

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে ঈদের দিন বেলা ১১টায় রুনা লায়লার নতুন গান ও সাক্ষাৎকার প্রচারিত হবে

একই দিনে গান রেকর্ডিং শেষে রুনা লায়লা তাঁর সংগীতজীবন নিয়ে একটি সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠানেও অংশ নেন। ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ শিরোনামের এ অনুষ্ঠানে রুনা লায়লার সাক্ষাৎকার নেন স্বাধীনতা পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক আশরাফুল আলম। অনুষ্ঠান শেষে রুনা লায়লা বলেন, ‘এ সাক্ষাৎকারের মাধ্যমে কথায় কথায় আমার সংগীতজীবনের অনেক কথা বেরিয়ে এসেছে।’

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে ঈদের দিন বেলা ১১টায় রুনা লায়লার নতুন গান ও সাক্ষাৎকার প্রচারিত হবে। বাংলাদেশ বেতার মুঠোফোন অ্যাপেও অনুষ্ঠানটি শোনা যাবে।