টবি কিথ
টবি কিথ

টবি কিথ মারা গেছেন

যুক্তরাষ্ট্রের কান্ট্রি মিউজিকের তারকা গায়ক টবি কিথ মারা গেছেন। গতকাল সোমবার রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। টবি কিথের বয়স হয়েছিল ৬২ বছর।

টবি কিথ

কয়েক বছর ধরে পাকস্থলীর ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন এই গায়ক। ২০২২ সালের জুনে এক বিবৃতিতে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি জানান।

তিন দশকের ক্যারিয়ারে ‘হু ইজ ইয়োর ড্যাডি’, ‘মেড ইন আমেরিকা’–এর মতো বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন টবি। তাঁর লাখ লাখ গানের রেকর্ড বিক্রি হয়েছে।
১৯৯৩ সালে ‘শুড হ্যাভ বিন আ কাউ বয়’ গান দিয়ে সংগীতে অভিষেক ঘটে টবি কিথের। গানটি প্রকাশের পর রাতারাতি পরিচিতি পান তিনি। গানটি কান্ট্রি মিউজিকের টপ চার্টে জায়গা করে নেয়।

গানে নাম লেখানোর আগে একটি তেলক্ষেত্রে কাজ করতেন তিনি, ফুটবলও খেলতেন। তিন স্ত্রী ও তিন সন্তানকে রেখে গেছেন।