লিসার জোড়া পুরস্কার

এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসে জোড়া পুরস্কার পেলেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা

থাই র‍্যাপার লিসা ‘নিউ উইমেন’ গানের জন্য সেরা কোলাবোরেশনের পুরস্কার পেয়েছেন। একই সঙ্গে ‘বিগেস্ট ফ্যানস’ পুরস্কারও পেয়েছেন এই তারকা। গত রোববার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে এই পুরস্কার দেওয়া হয়
ইনস্টাগ্রাম থেকে
এই বছরের ১৬ আগস্ট মুক্তিপ্রাপ্ত গানটি শ্রোতামহলে আলোচিত হয়েছে। এতে লিসার সঙ্গে স্প্যানিশ গায়িকা রোসালিয়াও গেয়েছেন
এর আগে গত ২৮ জুন ‘রকস্টার’ শিরোনামে আরেকটা গান প্রকাশ করেন লিসা। সেই গানের জন্য এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে ‘সেরা কে-পপ’ শিল্পীর পুরস্কার বাগিয়ে নিয়েছিলেন লিসা
১৩ বছর বয়সে দক্ষিণ কোরিয়ায় এসেছেন থাইল্যান্ডের মেয়ে লিসা। ২০১৬ সালে কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিঙ্কে যোগ দেন। ব্ল্যাকপিঙ্কের গায়িকা হিসেবেই পরিচিতি পেয়েছেন তিনি। তিনি কোরিয়ায়ই থিতু হয়েছেন
আট বছরের ক্যারিয়ারে দুনিয়াজোড়া খ্যাতি পেয়েছেন। এশিয়া থেকে ইউরোপ—সবখানেই লিসার অনুরাগী ছড়িয়ে আছেন। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারেও চমক দেখিয়েছেন ২৭ বছর বয়সী এই তারকা