কানাডিয়ান বাংলাদেশি সিম্ফনিক মেটাল ব্যান্ড ‘অপার্থিব’
কানাডিয়ান বাংলাদেশি সিম্ফনিক মেটাল ব্যান্ড ‘অপার্থিব’

প্রথমবারের মতো বাংলাদেশে কানাডিয়ান বাংলাদেশি ব্যান্ড ‘অপার্থিব’

কানাডিয়ান বাংলাদেশি সিম্ফনিক মেটাল ব্যান্ড ‘অপার্থিব’। আগামীকাল ২৬ জানুয়ারি তারা প্রথমবারের মতো বাংলাদেশে লাইভ শো পারফর্ম করবে। ‘অপার্থিব হোমকামিং’ শিরোনামের কনসার্টে আরও পারফর্ম করবে ব্যান্ড সোনার বাংলা সার্কাস, কাকতাল, আপেক্ষিক, এ কে রাহুল এবং অতিথি শিল্পী হিসেবে পারফর্ম করবেন গিটারিস্ট সাজ্জাদ আরেফিন।

২৬ জানুয়ারি তারা প্রথমবারের মতো বাংলাদেশে লাইভ শো পারফর্ম করবে

মিউজিক্যাল সল্যুশন কোম্পানি গেট সেট রকের সহায়তায় ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে কনসার্টটি অনুষ্ঠিত হবে।

বেলা দুইটায় কনসার্টের গেট খুলে দেওয়া হবে এবং বেলা তিনটায় কনসার্ট শুরু হবে। আসরে ওপেনিং অ্যাক্ট হিসেবে পারফর্ম করবেন এ কে রাহুল। তা ছাড়া কনসার্টের হেডলাইনার হিসেবে থাকছে ব্যান্ড সোনার বাংলা সার্কাস।

কানাডিয়ান বাংলাদেশি সিম্ফনিক মেটাল ব্যান্ড ‘অপার্থিব’

এ আয়োজনে টিকিটিং পার্টনার হিসেবে থাকছে গেট সেট রক, প্রমোশনাল পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশি ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটি (বিবিএমএফসি), টেক পার্টনার হিসেবে থাকছে কোডিক্সেল এবং গিফট পার্টনার হিসেবে থাকছে মিউজিক পয়েন্ট।
কনসার্টের টিকিট কিনতে পাওয়া যাচ্ছে www.getsetrock.com এই ওয়েবসাইটে।