গিটারিস্ট জাহিন রশীদ
গিটারিস্ট জাহিন রশীদ

অর্থহীনের নতুন মুখ গিটারিস্ট জাহিন রশীদ

বছরখানেক ধরে অতিথি গিটারিস্ট হিসেবে জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের লাইভ শোতে পারফর্ম করছিলেন গিটারিস্ট জাহিন রশীদ। এবার ব্যান্ডটির স্থায়ী সদস্য হিসেবে নাম লেখালেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে অর্থহীন জানিয়েছে, এখন থেকে ব্যান্ডটির স্থায়ী গিটারিস্ট, কি–বোর্ডিস্ট, সেতারবাদক ও বাঁশিবাদক হিসেবে জাহিন রশীদকে পাওয়া যাবে।

২০২৩ সালের মার্চে ব্যান্ডটি ছেড়েছেন গিটারিস্ট শিশির আহমেদ। গত বছরের এপ্রিল থেকে অতিথি হিসেবে যাত্রা করেছিলেন জাহিন। ঢাকা রক ফেস্টসহ বেশ কয়েকটি শোতে অর্থহীনের সঙ্গে বাজিয়েছেন জাহিন। তিনি সুরকার, শব্দ প্রকৌশলী হিসেবেও পরিচিত।

জাহিন আজ শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘অর্থহীনের গান শুনে বড় হয়েছি। ‘অদ্ভুত সেই ছেলেটি’ আমার প্রথম স্টেজ শোতে বাজানো প্রথম গান। আমাদের কাছে সুমন ভাই একজন আইডল। অর্থহীন আমার জন্য অনেক বড় জায়গা। ব্যান্ডের সদস্যরা খুব সহযোগিতা করছেন। অর্থহীনের ফ্যানরাও আমাকে যেভাবে গ্রহণ করেছেন, মর্যাদা দিয়েছেন, সেটা বজায় রাখার চেষ্টা করব।’

সুমন, মার্ক ডন, মহান ফাহিমের সঙ্গে চতুর্থ সদস্য হিসেবে যোগ দিলেন জাহিন রশীদ

স্থায়ী সদস্য হওয়ার পর এখন থেকে অর্থহীনের অ্যালবামেও জাহিনের পরিবেশনা থাকবে। ‘ফিনিক্সের ডায়েরি ১’ প্রকাশের পর এবার ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবাম নিয়ে আসছে অর্থহীন। অ্যালবামের কাজ অনেকটা গুছিয়ে এনেছে ব্যান্ডটি।
ব্যান্ডের দলনেতা সুমন এখন চিকিৎসার জন্য ব্যাংককে আছেন। তিনি ফেরার পর একাধিক কনসার্টও চূড়ান্ত করা হবে।


ভক্তদের কাছে ‘বেজবাবা’ নামে পরিচিত ব্যান্ড তারকা সুমনের ব্যান্ডটির লাইনআপে রয়েছেন মার্ক ডন (ড্রামস), মহান ফাহিম (গিটার) ও জাহিন রশিদ (গিটার, কি–বোর্ড)।