প্রচ্ছদকন্যা ব্ল্যাকপিঙ্ক তারকা রোজে

ব্ল্যাকপিঙ্ক তারকা রোজেকে নিয়ে আইডি ম্যাগাজিনের বিশেষ সংখ্যা সাজানো হয়েছে। এর মধ্যে কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছে ম্যাগাজিনটি।

ম্যাগাজিনটি ‘অন দ্য ওয়ে রোজে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে; সঙ্গে রোজের কয়েকটি ছবিও প্রকাশ করেছে
 ছবি: ইনস্টাগ্রাম থেকে
সঙ্গে একটি সাক্ষাৎকারও দিয়েছেন রোজে। প্রকাশের অপেক্ষায় থাকা ‘রোজি’ অ্যালবাম নিয়ে কথা বলেছেন তিনি
ছবিগুলো তুলেছেন লারিসা হফম্যান
ব্ল্যাকপিঙ্ক তারকা রোজের নতুন গান ‘নাম্বার ওয়ান গার্ল’ মুক্তি পাবে শুক্রবার
ইনস্টাগ্রামে বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে আট কোটির বেশি ফলোয়ার রয়েছেন তাঁর