বিরতি নেওয়ার ১১ মাস পর একসঙ্গে গানে ফিরল বিশ্বজুড়ে আলোচিত ব্যান্ড বিটিএস। মুক্তির অপেক্ষায় থাকা ত্রিমাত্রিক অ্যানিমেশন সিনেমা ‘বাস্টিউনস’–এর সূচনা সংগীতে পাওয়া যাবে জিন, সুগা, জে–হোপসহ বিটিএসের সব সদস্যকে। খবর দ্য কোরিয়া হেরাল্ডের
গত বছর জুনে প্রকাশিত অ্যান্থলজি অ্যালবাম ‘প্রুফ’–এ শেষবারের মতো বিটিএসকে পাওয়া গেছে। একই মাসে জিমিন, জে–হোপরা একক ক্যারিয়ারে মনোযোগ দিতে বিটিএসের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। মাঝখানে ১১ মাসে একসঙ্গে কোনো গানে একসঙ্গে পাওয়া যায়টি বিটিএসকে।
শুক্রবার বিটিএসের গানের খবরটি দিয়েছে ‘বাস্টিউনস’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান নেবল কমিউনিকেশন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিনেমার সূচনা সংগীতে বিটিএসের সাত সদস্যকেই একসঙ্গে পাওয়া যাবে। গত বছরের ডিসেম্বরে জিনের সামরিক প্রশিক্ষণে যোগ দেওয়ার আগেই গানের রেকর্ড করা হয়েছে।
গানের একঝলক ও পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন বিটিএসের ভক্তরা। বিটিএসের ফেরার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে। তবে এবারই পুরোদমে ফিরছে না ব্যান্ডটি; ২০২৫ সাল নাগাদ পুরোদমে ফেরার কথা রয়েছে।
এর আগে একক গানে নিজেদের সমৃদ্ধ করে নিতে চান জিমিনরা। মার্চে নিজের প্রথম একক অ্যালবাম ‘ফেস’ প্রকাশ করেছেন জিমিন। অ্যালবামটি কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকেরা। সুগার প্রথম একক অ্যালবাম ‘ডি–ডে’ প্রকাশিত হবে ২১ এপ্রিল। আরেক সদস্য ভির ‘মেবি’ শিরোনামে একটি একক গান আসার কথা রয়েছে।
এই মাসে জে–হোপের সামরিক প্রশিক্ষণে যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর বিটিএসের অন্য সদস্যরা সামরিক প্রশিক্ষণে অংশ নেবেন।