‘আনন্দধারা’ গানের ভিডিওতে অদিতি মহসিন ও বাপ্পা মজুমদার। ছবি: কোক স্টুডিও বাংলার সৌজন্যে
‘আনন্দধারা’ গানের ভিডিওতে অদিতি মহসিন ও বাপ্পা মজুমদার। ছবি: কোক স্টুডিও বাংলার সৌজন্যে

অদিতি ও বাপ্পার কণ্ঠে নতুন আয়োজনে ‘আনন্দধারা’

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণবার্ষিকীতে কোক স্টুডিও বাংলার ফেসবুক পেজে শ্রদ্ধা জানানো হলেও গানটির বিষয়ে আগাম কিছুই জানানো হয়নি। তাই গত রোববার রাতে ‘আনন্দধারা’ শুনে অনেকেই চমকে গেছেন। অদিতি মহসিন ও বাপ্পা মজুমদারের কণ্ঠে নতুন সংগীতায়োজনে গানটি পেয়েছেন শ্রোতারা। রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে গানটি প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। অর্ণবের নতুন সংগীতায়োজন অতি প্রচলিত এ গানকে নতুন প্রাণ দিয়েছে। ব্যবহার করা হয়েছে শাস্ত্রীয় ও আধুনিক বাদ্যযন্ত্র।

কোক স্টুডিও বাংলার এ আয়োজন প্রসঙ্গে অদিতি মহসিন বলেন, ‘আগে গানবাংলার উইন্ড অব চেঞ্জে আধুনিক আয়োজনে দুটি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছি। তবে কোক স্টুডিওর এ ধরনের আয়োজনে এই প্রথম। বাপ্পার সঙ্গে দারুণ একটা কোলাবরেশন হলো। আমি অবশ্যই বলব, অর্ণব খুব ভালো সংগীতায়োজন করেছে। অর্ণবকে তো আমি খুব ছোটবেলা থেকেই চিনি। শান্তিনিকেতনে ওরা যখন স্কুলে পড়ত, আমরা তখন সংগীত ভবনে পড়তাম।’

এই গানের ভিডিওতে পানি, আগুন ও বাতাসের থিমেটিক ব্যবহার প্রসঙ্গে অদিতি মহসিন বলেন, ‘অর্ণবই বলেছিল ভিডিওর মধ্যে থিমেটিক একটা ব্যাপার রাখবে। মিউজিক যে মনকে নাড়াতে পারে; আগুন, পানি, বাতাসও যে নড়েচড়ে গানের রিদমের সঙ্গে সঙ্গে বা সুরের সঙ্গে সঙ্গে; ব্যাপারটা খুবই অভিনব চিন্তা করেছে ওরা।’

‘আনন্দধারা’ গানের ভিডিওতে অদিতি মহসিন। ছবি: ভিডিও থেকে নেওয়া

গত সোমবার বিকেলে অদিতির সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন তিনি উড়োজাহাজে। কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সেখান থেকে জানান, গানটি প্রকাশের কথা আগে থেকে তিনি জানতেন না। তিনি বললেন, ‘আজ (সোমবার) সকালে একজন যুক্তরাষ্ট্র থেকে পাঠিয়েছেন। তারপর দেখলাম, অনেকে ফেসবুকে গানটি শেয়ার করে আমাকে ট্যাগ করে অনেক রকম কথা লিখেছেন, মন্তব্য করেছেন। সবাইকে চিনিও না। সত্যি বলতে, যাঁরা রবীন্দ্রনাথের গান খুব প্রচলিত ধারায় শুনে অভ্যস্ত, তাঁরা রবীন্দ্রনাথের গানটা রবীন্দ্রনাথের মতো করেই শুনতে চান। কিন্তু এটার ক্ষেত্রে কেউ কোনো নেতিবাচক মন্তব্য করেননি। হয়তো তাঁদের কাছেও ভালো লেগেছে।’

আধুনিক, শাস্ত্রীয় ও নজরুলসংগীতে মাঝেমধ্যে বাপ্পা মজুমদারকে পাওয়া গেলেও রবীন্দ্রসংগীতে খুব একটা পাওয়া যায় না। বাপ্পা মজুমদার বলেন, ‘অর্ণব বলল, “তুমি পারবা। ভালো হবে।” সেই জায়গা থেকে করা। তবে শেষ পর্যন্ত ব্যাপারটা কী দাঁড়ায়, তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। শেষ পর্যন্ত সংগীতায়োজন ও সব মিলিয়ে অসাধারণ হয়েছে।’
সহশিল্পী অদিতি মহসিন সম্পর্কে বাপ্পা বলেন, নিঃসন্দেহে উঁচু মানের শিল্পী। এত বড় একজন শিল্পীর সঙ্গে রবীন্দ্রনাথের গান গাইতে পারাটাও আসলেই একটা ভালো লাগার ব্যাপার। গানটি প্রকাশের পরও বেশ ভালো সাড়া পাচ্ছেন বাপ্পা।

‘আনন্দধারা’ গানের ভিডিওতে বাপ্পা মজুমদার। ছবি: ভিডিও থেকে নেওয়া

সেই অভিজ্ঞতা ভাগাভাগি করে তিনি বলেন, ‘সবাই খুব ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন। ভালো বলছেন। অনেকে আমাকে কোক স্টুডিওতে প্রত্যাশাও করছিলেন। তাঁদের সেই চাওয়াও পূরণ হলো। আমার জন্য একরকম ভালো লাগা, অন্তত মানুষ আমাকে এখনো চান। (হাসি)’

কথার শেষ দিকে জানতে চাইলাম, শ্রোতা হিসেবে গানটি কেমন লেগেছে? উত্তরে বাপ্পা জানান, ‘একদমই নতুন ভাবনা, নতুন উপস্থাপন। রবীন্দ্রনাথের গান তো এভাবে কেউ শোনেন না, একটা প্রচলিত জায়গা থেকে শোনেন। অনেকে হয়তো প্রথমে ধাক্কা খেতে পারেন। কিন্তু আমার মনে হয়, যেহেতু নতুন সাউন্ড, নতুন সংগীতায়োজন—নতুন প্রজন্মের কাছে দারুণ গ্রহণযোগ্য হচ্ছে। আমি তা–ই দেখছি।’