প্রমিথিউস ব্যান্ডের ভোকাল বিপ্লব
প্রমিথিউস ব্যান্ডের ভোকাল বিপ্লব

নিউইয়র্ক থেকে নতুন খবর দিলেন বিপ্লব

কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করেন প্রমিথিউস ব্যান্ডের গায়ক বিপ্লব। সেখানে তিনি পেশা হিসেবে ট্যাক্সি চালানোর কাজ করছেন। তবে এর মধ্যেও থেমে নেই গান প্রকাশ। কাজের ফাঁকে সুযোগ পেলেই শ্রোতাদের জন্য নতুন গান প্রকাশ করে থাকেন। নিয়মিত গানের চর্চাও করছেন। আজ সোমবার ব্যান্ড সংগীতের জনপ্রিয় এই গায়ক জানালেন নতুন দুটি গানের কাজ পুরোদমে চলছে। এই দুটি গান নিয়ে বিপ্লবও বেশ রোমাঞ্চিত।

জানা গেছে, বিপ্লবের গাওয়া গানের একটি ঈদ উৎসবে অন্যটি বাংলা নববর্ষে প্রকাশ করতে চান। গান নিয়ে বিস্তারিত কিছু না বললেও বিপ্লব এটুকু জানিয়ে রাখলেন, ‘ভালোবেসে ফেলেছি তাঁকে ইচ্ছের অধিক’ শিরোনামে ঈদের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম।

সংগীতশিল্পী বিপ্লব
ছবি: সংগৃহীত

ব্যান্ড, মিক্সড ও একক অ্যালবাম, স্টেজ শো—সব জায়গায় নব্বই দশকে দাপুটে বিচরণ ছিল বিপ্লবের। এলআরবি, নগরবাউলের পাশাপাশি হেঁটেছে প্রমিথিউস। ব্যান্ডে যেমন সরব ছিলেন, তেমনি আইয়ুব বাচ্চু, জেমস, হাসান ও বিপ্লব সমানতালে উচ্চারিত একটি নাম ছিল। নব্বই দশকে এই চার ব্যান্ড ও চার শিল্পীর সমান বিচরণে মুখর ছিল বাংলাদেশের গানের জগৎ।

কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে তাঁর প্রবাসজীবন। এই প্রবাসজীবনের শুরুর দিকে গান প্রকাশ থেকে দূরে থাকলেও বিভিন্ন উপলক্ষে গান প্রকাশ অব্যাহত রেখেছেন। তবে বিপ্লব সেখানে কী করছেন, কেমন আছেন, এসব নিয়ে ভক্ত-শ্রোতারা প্রায় চিন্তিত থাকেন, এমনটা তাঁর ফেসবুকেও জানান কেউ কেউ। বিপ্লব তাঁর সেই সব ভক্তের কথা ভেবে গান প্রকাশ করে চলেছেন। এবারের ঈদ উৎসব আর বাংলা নববর্ষে গান প্রকাশ তারই একটি ধারাবাহিকতা।

প্রমিথিউস ব্যান্ডের ভোকাল বিপ্লব

সবাইকে আশ্বস্ত করে বিপ্লব একটি ভিডিও বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্রে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার জন্য আপনারা মোটেও চিন্তা করবেন না। আপনাদের জন্য নতুন গান আসছে, সেই গান শুনবেন। আমি এখন সেই গান নিয়ে প্রস্তুত হচ্ছি। আমার বিশ্বাস, এই গানগুলো আপনাদের ভালোও লাগবে।’

কথা প্রসঙ্গে বিপ্লব ভিডিও বার্তায় জানালেন, যুক্তরাষ্ট্রে ট্যাক্সি চালানো নিয়ে অনেকে অনেক সময় তাঁকে নিয়ে কটূক্তি করেন। এসব কটূক্তি তাঁর গায়ে লাগানোর কোনো কারণই নেই। তিনি বলেন, ‘আমাকে যাঁরা ভালোবাসেন, এতে কেউ ক্ষুব্ধও হবেন না, মন খারাপও করবেন না। এগুলো একেবারে মাথায় রাখবেন না। ইনশা আল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, আপনারা নতুন গান শোনার জন্য তৈরি হোন।’