বাংলাদেশের সেরা গিটারিস্টদের একজন হিসেবে নিলয় দাশের নাম উচ্চারিত হয়। উপমহাদেশের বিশিষ্ট সংগীতজ্ঞ, নজরুল গবেষক-স্বরলিপিকার সুধীন দাশ ও সংগীতশিল্পী নীলিমা দাশের সন্তান নিলয়ের ধ্যান–জ্ঞান ছিল গিটার। তিনি ছিলেন মূলত নিও–ক্ল্যাসিক্যাল গিটারিস্ট, অনুসরণ করতেন বিখ্যাত গিটারিস্ট রিচি ব্ল্যাকমোর, র্যান্ডি রোডসকে। এ প্রজন্মের কাছে এখন তিনি প্রায় বিস্মৃত।
২০০৬ সালে মাত্র ৪৫ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান এই গিটারবাদক। চলে গেলেও নিলয় দাশের গিটারের সুর রয়ে গেছে সংগীত–অনুরাগীদের মনে। ৩০ সেপ্টেম্বর নিলয় দাশের ৬২তম জন্মদিন। দিনটিকে সামনে রেখে ২২ সেপ্টেম্বর তাঁর স্মরণে ‘আ ট্রিবিউট টু নিলয় দাশ বাই রংধনু’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে ক্যাফে লা ভেরান্দায় রংধনু ব্যান্ডের সদস্যরা গান পরিবেশন করবেন। আয়োজকেরা জানান, নিলয় দাশের হাত ধরে দেশের বহু ব্যান্ড তারকার গিটারে হাতেখড়ি হয়েছে। এ প্রজন্মের কাছে শিল্পীর বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তাঁরা অনুষ্ঠানটির আয়োজন করছেন।
কনসার্টের টিকিটমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। টিকিট পাওয়া যাবে আলিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডি ও গুলশান শাখায়।
গিটারিস্ট ছাড়া নিলয় দাশ গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গিটার শিক্ষক হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর জন্ম ১৯৬১ সালের ৩০ সেপ্টেম্বর।