রাহিদা লগ্নার সংগীত ক্যারিয়ার দীর্ঘদিনের। ছোটবেলা থেকেই বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী হিসেবে গান করে আসছেন। এবার কলকাতা থেকে গীতিকার অরবিন্দ সমাজপতি লেখা এ শিল্পীর নতুন গান ‘পাগল বানাইয়া দিয়া গেলিরে বন্ধু’ প্রকাশ করা হয়েছে।
১৬ মার্চ গানটি শিল্পীর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পায়। এটি একটি ফোক ধাঁচের গান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন গীতিকার নিজেই। সংগীতায়োজনের পুরো কাজই করেছেন কলকাতার সায়ন গুহ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তারাশোভন ঘোষ। গানটি কলকাতার লেকটাউনের বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে।
রাহিদা লগ্না সংবাদমাধ্যমে বলেন, ‘ভারতের এক অনুষ্ঠানে এই গানের গীতিকার-সুরকার অরবিন্দ দাদা আমার গান শোনেন এবং আমাকে এই গানের প্রস্তাব দেন। আমারও গানটা ভালো লাগে।
তারপর গানটা করে ফেলি। এর আগে ভারতে বিভিন্ন সময় গান গেয়েছি, তবে সেখান থেকে গান প্রকাশ এটাই প্রথম। দারুণ কথার একটি গান। সুর, সংগীত—সব মিলিয়ে দারুণ হয়েছে। গানটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে অনেকের প্রশংসা পাচ্ছি।’ গীতিকার অরবিন্দ সমাজপতি বলেন, ‘লগ্না দারুণ গায়কি আমাকে মুগ্ধ করে। আমার গানের ক্ষেত্রে তাকে উপযুক্ত মনে হয়েছে। ওর কণ্ঠের স্বকীয়তা ও স্বর যথেষ্ট মানসম্পন্ন।’
লগ্না জানান, বাংলায় অনার্স-মাস্টার্স শেষ করে তিনি পেশা হিসেবে গানকেই বেছে নেন। সংগীতচর্চা করে যাচ্ছেন নিয়মিত। ভবিষ্যতে একটি আশ্রম করার ইচ্ছা তাঁর, যেখানে অবহেলিত মানুষেরা থাকবেন। সেখানেও সংগীতচর্চা অব্যাহত থাকবে।
এর আগে তাঁর কণ্ঠে ‘দেহতরী’, ‘জল’, ‘ভালো হবে না রে’ শিরোনামের একাধিক গান শ্রোতানন্দিত হয়েছে।