রসিকতার জন্য আলাদা পরিচিতি রয়েছে বিটিএস তারকা জিনের। মঞ্চে এসে স্বভাবসুলভ রসিকতার সুরে বললেন, ‘এই মুহূর্তে নিজেকে রাজা মনে করছি।’ স্টেডিয়ামভর্তি দর্শকেরা ‘জিন’, ‘জিন’ বলে চিৎকার করছিলেন। তাই গানে শুরু করার আগে শ্রোতাদের সঙ্গে খানিকটা আলাপ সেরে নিলেন তিনি।
মধ্য সিউলের জাংচুং অ্যারেনায় গত রোববার জিন ‘হ্যাপি’ স্পেশাল স্টেজ কনসার্টে গাইলেন জিন। দুই দিনের শো শুরু হয়েছিল শনিবার। ১৫ নভেম্বর জিনের প্রথম স্টুডিও অ্যালবাম ‘হ্যাপি’ মুক্তি পেয়েছে।
প্রথম অ্যালবাম বলে কথা, সেটা উদ্যাপন করতে এই কনসার্ট করেছেন তিনি। কনসার্টে অ্যালবামের গান শোনান জিন। তাঁর এক যুগের ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে ‘হ্যাপি’। অ্যালবামে তিনি ভক্তদের জন্য ইতিবাচক বার্তা ছড়িয়েছেন।
৩১ বছর বয়সী জিন বিটিএসের প্রথম সদস্য হিসেবে জুন মাসে সামরিক প্রশিক্ষণ শেষ করে বাড়ি ফিরেছেন। ফিরেই বিটিএসের ‘২০২৪ ফেস্টা’তে হাজির হয়েছিলেন তিনি। মাঝখানে বড় কোনো আয়োজনে দেখা যায়নি তাঁকে।
জিন ‘হ্যাপি’ স্পেশাল স্টেজ কনসার্টে উপচে পড়া ভিড় ছিল। মঞ্চে এসে শ্রোতাদের সঙ্গে হালকা মেজাজে আলাপ সেরে নিলেন জিন। এরপর ‘হ্যাপি’ অ্যালবাম থেকে ‘রানিং ওয়াইল্ড’ ধরলেন। একে একে অ্যালবামের ছয়টি গান গাইলেন। এর মধ্যে ‘আই উইল বি দেয়ার’ গত অক্টোবরে মুক্তি পেয়েছে। বিলবোর্ডের ‘ওয়ার্ল্ড ডিজিটাল সং সেলস’ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে জিনের একক অ্যালবাম ‘হ্যাপি’র গান ‘আই উইল বি দেয়ার’। এর পাশাপাশি গানটি ‘গ্লোবাল ২০০’সহ আরও দুটি তালিকায়ও রয়েছে।
গানের ফাঁকে অ্যালবামটি নিয়ে বাতচিতও সেরে নিয়েছেন জিন। তিনি বলেন, ‘“হ্যাপি” শব্দটির কথা ভাবলেন, আমার কাছে বিটিএস, ঘুম, বিশ্রাম, খাবার ও গেমসের কথা মাথায় আসে। কিন্তু তোমরা জানো, আর্মিরা (বিটিএসের ভক্ত) আমাকে সুখী করেছে।’ জিন বলেন, ‘আমি তোমাদের আনন্দের জন্য অ্যালবামটা করেছি, কারণ তোমাদের আনন্দই আমার আনন্দ।’
‘হ্যাপি’ অ্যালবামের পাশাপাশি জনপ্রিয় গানের মধ্যে ‘মুন’, ‘অ্যাস্ট্রোনট’সহ আরও কয়েকটি গান শুনিয়েছেন জিন।