ইছামতী নদীর তীরে অবস্থিত পদ্মহেম ধাম। মুন্সিগঞ্জের সিরাজদিখানের দোসরপাড়ায় ধামটির অবস্থান। প্রতিবছর এখানে সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়। নদীর ধারে খোলা মাঠে লালনবাণী শুনতে দেশের নানা প্রান্তের লালনভক্তরা হাজির হন।
এই সাধুসঙ্গে লালনবাণী পরিবেশন করবেন দরবেশ নহির সাঁইসহ অনেকে। ২৭ ফেব্রুয়ারি হতে যাচ্ছে পদ্মহেমের সাধুসঙ্গ।
এ তথ্য নিশ্চিত করেছেন এই ধামের সভাপতি কবির হোসেন। তিনি জানান, মঙ্গলবার বেলা তিনটায় লালন সাঁইয়ের অধিবাসের আগমনী গান পরিবেশনের মাধ্যমে সঙ্গ শুরু হবে। চলবে রাত দুইটা পর্যন্ত।
এবারের আয়োজনে প্রধান অতিথি সংসদ সদস্য মো. মহিউদ্দিন আহমেদ। সংস্কৃতিসচিব খলিল আহমদ উদ্বোধন করবেন। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন।
পদ্মহেমের সভাপতি কবির হোসেন বলেন, ‘আমরা ১৯ বছর ধরে এই সাধুসঙ্গ করে আসছি মূলত লালন সাঁইজির বাণী ও দর্শন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। যেন একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি আমরা। যে সমাজে মানুষে মানুষে থাকবে না কোনো ভেদাভেদ।’