বয়স ৫০, ক্যারিয়ার ৪৫ বছরের

আজ সনু নিগমের জন্মদিন। হিন্দি প্লেব্যাকের ইতিহাস লিখতে গেলে যাঁদের কথা অবধারিতভাবে আসে, সনু নিগম তাঁদের একজন। আজ এই গায়কের বয়স ৫০ বছর পূর্ণ হলো। হিন্দুস্তান টাইমস অবলম্বনে জন্মদিন উপলক্ষে সনুকে নিয়ে কিছু কথা জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
তাঁর জীবনের পুরো সময়জুড়েই গান। আজ তিনি ৫০ বছর পূর্ণ করলেন। বয়স ৫০ হলেও তিনি গান গাইছেন ৪৫ বছর ধরে। পাঁচ বছর বয়সে মঞ্চে উঠেছিলেন। এর পর থেকে সুরের মায়ায় জাদুবন্দী করে রেখেছেন শ্রোতাদের
ফেসবুক থেকে
জন্মদিন উপলক্ষে হিন্দুস্তান টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে সনু জানান তাঁর উপলব্ধি, ‘আমার সবচেয়ে বড় শিক্ষা হলো, সব সময় মহাবিশ্বের কাছে নিজেকে নত রাখতে হবে। এটাও বুঝেছি, কখনো নিজের অর্জনের কৃতিত্ব নিতে নেই। কারণ, এটা হয়েছে আমি সৌভাগ্যবান বলে, ৪৫ বছরের উজ্জ্বল ক্যারিয়ার আমি খুবই উপভোগ করেছি’
চার দশকের বেশি সময়ের অভিজ্ঞতায় ভারতের সংগীত দুনিয়ার অনেক ওঠানামা দেখেছেন সনু নিগম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সংগীত ও এই ব্যবসার আমি অনেক বদল দেখেছি। তবে আমি কোনো বিশেষ সময়ে গুরুত্ব দিয়ে বলতে চাই না। কারণ, আগে সব ভালো ছিল—এমনটি বললে তরুণদের খাটো করে দেখা হয়। প্রতিটি দশকেই উত্থান-পতন ঘটেছে’
জন্মদিন কীভাবে উদ্‌যাপন করেন সনু নিগম। গায়ক বলেন, ‘যখন ছোট ছিলাম, অন্য শিশুদের নিয়ে বড় করে জন্মদিন পালনের সুযোগ ছিল না। মা-বাবা, বোনদের সঙ্গে বসে ছোট বেলার গল্প শুনতাম—তখন জন্মদিনে এটাই রীতি ছিল’