চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য পাভেল আরীন ‘লিভিং রুম সেশন’ নামে একটি প্ল্যাটফর্ম চালু করেছেন। এতে নতুন সংগীতায়োজনে পুরোনো দিনের গান যেমন প্রকাশ করছেন, তেমনি শিল্পীদের দিয়ে মৌলিক গানও গাওয়াচ্ছেন। এবার পাভেলের ‘লিভিং রুম সেশন’–এ নতুন সংগীতায়োজনে প্রকাশিত হলো শচীন দেববর্মনের ‘রঙ্গিলা’ গানটি। গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের সংগীতশিল্পী মাশা ইসলাম। টাইম জোন নিবেদিত লিভিং রুম সেশনের ইউটিউব চ্যানেলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি প্রকাশিত হয়।
সংগীত পরিচালক পাভেল আরীন জানান, শচীন দেববর্মনের ‘রঙ্গিলা’ গানটি ছোটবেলা থেকেই তাঁর খুব প্রিয়। সংগীত পরিচালক হয়ে ওঠার পর গানটি নতুন সংগীতায়োজনে গাওয়ানোর পরিকল্পনা করেন। এরপর এত দিনে এসে সেই পরিকল্পনার বাস্তবায়ন হয়। পাভেল বললেন, ‘আমরা যখন গান বাছাই করছিলাম, তখন শচীন দেববর্মনের বেশ কিছু গান তালিকায় ছিল। এর মধ্যে “রঙ্গিলা” গানটি বাছাই করার একটা বিশেষ ঘটনা রয়েছে। ছোটবেলায় নানিবাড়িতে যাওয়ার সময় খেয়া পাড়ি দিতে হতো। তখন খেয়ামাঝির মুখে প্রথম এই গান শোনা। তখন থেকেই গানটি মনে গেঁথে আছে। পরবর্তীকালে জানতে পারি, গানটি বাংলা গানের মহানায়ক শচীন দেববর্মনের।’
নতুন সংগীতায়োজনে এই গান গেয়েছেন মাশা ইসলাম। পাভেল বলেন, ‘মাশা ইসলাম যত্নসহকারে গানটি গাওয়ার চেষ্টা করেছেন। সংগীতায়োজনে আমরাও চেষ্টা করেছি, গানের বাণী ও গায়কিকে প্রাধান্য দেওয়ার। আশা করি, গানপ্রেমী শ্রোতাদের নতুন সাউন্ডে “রঙ্গিলা” গানটি ভালো লাগবে।’
লিভিং রুম সেশনে এর আগে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, হাসান মতিউর রহমান ও গীতিকার মোয়াজ্জেম হোসেনের কথায় আলেয়া বেগমের একটি গান প্রকাশিত হয়। গানগুলোর অডিও প্রোডাকশন করেছে বাটার কমিউনিকেশনস। ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান। পরিবেশনায় থাকছে মাশরুম এন্টারটেইনমেন্ট।