বলিউডে আসিফের অভিষেক, বলা বারণ ছবির নাম

আসিফ আকবর।
ছবি : প্রথম আলো

বলিউডে এর আগে বাংলাদেশি একাধিক সংগীতশিল্পীর অভিষেক ঘটেছে। উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার যেমন দাপুটে বিচরণ ছিল, তেমনি ব্যান্ড তারকা জেমসও বলিউডে গান গেয়ে হইচই ফেলে দেন। দীর্ঘ বিরতির পর আবার বলিউডে বাংলাদেশি কোনো গায়কের অভিষেক হওয়ার খবর এসেছে। এ তালিকায় এবার যে নাম যুক্ত হয়েছে, তা আসিফ আকবর। বলিউডে আসিফের গান গাওয়ার খবর তিনি নিজেই ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন। খবরটি দিয়েছেন শিল্পী নিজেই।

মুম্বাইয়ে এ আর রাহমানের স্টুডিওতে গান রেকর্ডিংয়ের সময় আসিফ আকবর

কদিন ধরে মুম্বাইয়ে অবস্থান করছিলেন বাংলাদেশি জনপ্রিয় গায়ক আসিফ আকবর। এর মধ্যে জানা গেছে, তিনি এ আর রাহমানের কে এম স্টুডিও ও যশ রাজ স্টুডিওতে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন। এই দুই স্টুডিওতে গাওয়ার অভিজ্ঞতা ফেসবুকে শেয়ার করলেও গানগুলো কবে প্রকাশিত হবে, সে ব্যাপারে কিছুই ধারণা দেননি। এর মধ্যে মুম্বাইয়ে থাকতে আবার জানালেন, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটেছে তাঁর। তবে দুই স্টুডিওতে গাওয়া গানের মধ্যে কোন গানটি বলিউডের জন্য, সে ব্যাপারে কিছুই পরিষ্কার করে বলেননি এই গায়ক।

গতকাল বৃহস্পতিবার আসিফ তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার অভিষেক ঘটেছে। প্রিয় বাংলাদেশের পতাকা উড়িয়েছি। আল্লাহ মহান। ভালোবাসা অবিরাম।’

নব্বইয়ের দশকের শেষ দিকে গায়ক হিসেবে বাংলা গানে আবির্ভাব আসিফ আকবরের। দুই যুগের বেশি সময় পেশাদার গানের অঙ্গনে পথচলা তাঁর। প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ দিয়ে পান আকাশচুম্বী জনপ্রিয়তা। এরপর এগিয়ে চলা। দীর্ঘ পথচলায় চলচ্চিত্র ও অডিও মিলিয়ে অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন। গান গেয়েছেন ভারতের কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও। বাংলাদেশি গানের জনপ্রিয় এই গায়ককে ভারতের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের সঙ্গে দ্বৈত গানে পাওয়া যাবে বলে জানা গেছে। এরই মধ্যে মুম্বাইয়ের চলচ্চিত্রে গান গাওয়ার কথা সামনে এসেছে।

আসিফ আকবর

বলিউডের কোন ছবিতে গান গেয়েছেন, এমনটা জানতে আজ শুক্রবার দুপুরে ফোন করলে জানা যায়, আসিফ আকবর তখন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফোনের ওপার থেকে জানালেন, ওখানকার সিস্টেম তো একটু অন্য রকম। আপাতত কোনো কিছুই বলা যাবে না। একটু সময় লাগবে, তখন সবাই সবকিছু জানতে পারবে।