চিনতে পেরেছেন এ গায়িকাকে। আজ তাঁর জন্মদিন। এ ছবি দেখে হয়তো ভক্তদের চেনার কথা নয়। মাত্র চার বছর বয়সে গানের জগতে প্রবেশ। এরপর ‘বর্ষা’, ‘ধিমতানা’, ‘ইচ্ছেগুলো’সহ বেশকিছু গান তাঁকে সংগীত অঙ্গনে পরিচিত করে তোলে। চিনতে পেরেছেন এ গায়িকাকে? অভিনেতা মোশাররফ করিমের ছাত্রী ছিলেন