৬০০ টাকার জন্য ভজন গাইতেন, এখন ১০০ কোটি টাকার মালিক

বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা তিনি। মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম। ছোটবেলা কাটিয়েছেন অভাবের সংসারে। ১৯৮৮ সালের ৬ জুন জন্ম হয়েছিল এই গায়িকার। তিনি হলেন নেহা কক্কর। জন্মদিনে ওডিশা টিভি, মির্চিডটইন ও পিংকভিলা অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু জানা-অজানা কথা
ছোটবেলায় নেহার পুরো পরিবার থাকত জরাজীর্ণ একটা কক্ষে, সেটিও ছিল ভাড়া করা ঘর
ফেসবুক থেকে
অভাবের সংসার। দুই সন্তানকে ঠিকমতো খাবার দিতে পারছিলেন না নেহার মা-বাবা। এ সময় নেহা ছিলেন মায়ের পেটে। মা চেয়েছিলেন গর্ভপাত করাবেন। কিন্তু তত দিনে দেরি হয়ে গিয়েছিল। পরে ১৯৮৮ সালের ৬ জুন জন্ম হয় নেহার
বড় বোন সোনু কক্করের কাছে ভজন গান শিখেছিলেন নেহা। মাত্র চার বছর বয়সে তিনি ভজন গাওয়া শুরু করেন
এ সময় তিনি ৫০০ রুপি পারিশ্রমিক নিতেন ভজন গাওয়ার জন্য। সেখান থেকে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন নেহা কক্কর
২০০৫ সালে ইন্ডিয়া আইডলের দ্বিতীয় মৌসুমে অংশগ্রহণ করেন তিনি। কিন্তু খুব দ্রুত বাদ পড়ে যান নেহা। পরে এ রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকায় ফিরেছিলেন নেহা
মাত্র ৫০০ রুপি পারিশ্রমিকে ভজন গাওয়া নেহা এখন একটি গানের জন্য পারিশ্রমিক নেন প্রায় ১০ লাখ রুপি। আর বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ১০০ কোটি রুপির বেশি
বলিউডের জনপ্রিয় গায়িকা তিনি। ‘ও সাকি সাকি’, ‘কালা চশমা’, ‘আঁখ মারে’, ‘গরমি’র মতো জনপ্রিয় গানের গায়িকা নেহা কক্কর