আগামী ৬ ডিসেম্বর প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন ব্ল্যাকপিঙ্ক তারকা রোজে। নাম ‘রোজি’। অ্যালবামের প্রথম গান ‘এপিটি’ প্রকাশের পর শ্রোতাদের মধ্যে রীতিমতো ঝড় উঠেছে। বিলবোর্ডসহ বিভিন্ন তালিকায় জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের এই র্যাপার।
নিউজিল্যান্ডে জন্ম, বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়; পরে দক্ষিণ কোরিয়ায় এসে ক্যারিয়ার গড়েছেন রোজে। ব্ল্যাকপিঙ্কের সদস্য হিসেবে পেয়েছেন তারকাখ্যাতি। এত দিন একটিই খেদ ছিল, নিজের একটা অ্যালবাম। অবশেষে তা–ও পূরণ হচ্ছে।
নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এই র্যাপার বলেন, ‘নারী সংগীতিশল্পীদের গান শুনে বেড়ে উঠেছি। আমারও স্বপ্ন ছিল, একদিন আমার একটি অ্যালবাম হবে। তবে ভাবিনি যে সেটা পূরণ হবে। গত বছর অ্যালবামটির কাজ শুরুর পরও আমি সংশয়ে ছিলাম।’
মাত্র ১৫ বছর বয়সে ওয়াইজি এন্টারটেইনমেন্টে শিক্ষানবিশ হিসেবে যোগ দেন রোজে। জীবনের সেই পর্ব প্রসঙ্গে রোজে বলেন, ‘সময়টা আমার জন্য খুবই কঠিন ছিল। জায়গাটা নতুন ছিল, ফলে আমার জন্য চ্যালেঞ্জটাও বেশি ছিল।’ ২০১৬ সাল থেকে ব্ল্যাকপিঙ্কে রয়েছেন। ব্যান্ডটির বাকি সদস্যরা হলেন লিসা, জেনি ও জিসু। ব্যান্ডের বাইরে একক গানে মনোযোগ দিয়েছেন তাঁরা। কেউ কেউ অভিনয়ও করেছেন।