১৪ বছর পর ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল। ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য গহের মুমতাজ গত বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে কনসার্টের ঘোষণা দেন। তিনি লিখেছেন, ‘দেখা হবে বাংলাদেশ।’
আগামী ২৭ সেপ্টেম্বর ঢাকায় ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টে গাইবে তারা। কনসার্টটি হবে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা অ্যারেনায়।
কনসার্টের আয়োজন করছে অ্যাসেন, জির্কুনিয়াম ও রুটওভার। ইতিমধ্যে গেট সেট রকের ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা।
২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল ‘জাল’। এরপর আর কোনো কনসার্টে ব্যান্ডটিকে ঢাকায় দেখা যায়নি।
২০০২ সালে আতিফ আসলাম, গহের মুমতাজের হাত ধরে যাত্রা করে ‘জাল’। পরের বছর যোদ দেন সালমান আলবার্ট।
২০০৪ সালে প্রকাশিত ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আদাত’ শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন গহের মুমতাজ, আমির আজহার ও সালমান আলবার্ট।