‘কবি পাঞ্জাবিটা কুচকে কেন রাখো? চপ্পলটাও অনেকটা পুরানো!’ কার উদ্দেশে এমন গান গাইলেন এলিটা করিম? ক্যাম্পাস জীবনের কোনো তরুণ কবিকে? নাকি সমস্ত তরুণ কবিকে, যাদের পাঞ্জাবি এখনো কুঁচকে থাকে অবহেলায়।
অসাধারণ গায়কিতে প্রিন্স মাহমুদের নুতন গান ‘কবি’কে কণ্ঠে ধরেছেন শিল্পী এলিটা করিম। দারুণ প্রশংসা কুড়োচ্ছে অর্থপূর্ণ গীতিকবিতা ও কোমল সুরের এ গান। সম্প্রতি জি সিরিজের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে নতুন এ গানের লিরিক ভিডিও।
এ গানের মধ্য দিয়ে আসলে কাদেরকে বার্তা দিয়েছেন? এলিটা বলেন, ‘বাঙালি মাত্রই কবি। যাঁরা এ গানের কবিদের মতো এলোমেলো, তাঁদের প্রত্যেকেই ভাবছেন, যেন তাঁকেই বার্তা দিয়েছি। আসলে গানটি সবার জন্য। প্রিন্স মাহমুদ নিজেই একজন কবি। তিনি চমৎকার একটি লিরিক লিখেছেন, যে কারণে গানটি সবাই পছন্দ করছে।’
বিশ্ববিদ্যালয় জীবনে এলিটার অনেক কবি বন্ধু ছিলেন। তাঁদের অনেকে পরে প্রবাসী হয়েছেন। ‘কবি’ গানটি প্রকাশের পর তাঁদের কাছ থেকে খুদে বার্তা পাচ্ছেন এলিটা। তিনি বলেন, ‘ওই বন্ধুদের অনেকে মেসেজ পাঠিয়ে বলছে, তাঁকে উদ্দেশ করেই নাকি গানটি গেয়েছি।’