শুটিং শুরুর সময় থেকেই শাকিব খান বলেছেন, ধামাকা নিয়ে ঈদে হাজির হচ্ছেন। এবার ঈদের দিন মুক্তি পাচ্ছে শাকিব খান প্রযোজিত দ্বিতীয় চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে ছবির ‘পাগল মন’ নামের একটি গান অবমুক্ত করা হয়েছে গতকাল বৃহস্পতিবার দুপুরে। ২৪ ঘণ্টায় গানটি ১৭ লাখ ৬৪ হাজার ২৭ বার দেখা হয়েছে। লাইক পরেছে ৫২ হাজার। আর গানটি দেখে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মন্তব্য করেছেন ১০ হাজার ৪৬০ জন। অনেকের মতে, ঈদের আগে প্রিয় নায়কের কাছ থেকে গানটি তাদের কাছে ঈদের উপহার। ভক্তদের আগ্রহ মুগ্ধ করেছে শাকিব খানকেও।
শাকিব খান বলেন, ‘আমি একটি সুন্দর ও বিনোদননির্ভর সিনেমা তৈরি করেছি। একটি ভালো মানের সিনেমা বানানোর জন্য যা যা দরকার, সবই করেছি। ভাবিনি, সবাই এতটা সাড়া দেবে। শুধু দেশে নয়, দেশের বাইরে থেকেও অনেকে গানটির প্রশংসা করছেন। দর্শকের জন্য ছবিতে অভিনয় করি, দর্শকের কথা ও চলচ্চিত্রের বর্তমান সময়ের কথা ভেবে বিনিয়োগ করেছি। যাঁরা আমার ভালোবাসা ও শক্তির উৎস, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা; সেই দর্শক আমার নতুন ছবির প্রথম গান ভালোবেসে গ্রহণ করেছেন। এটা আমার বড় প্রাপ্তি।’
শাকিব খান আরও বলেন, ‘অনেক প্রতিকূলতা পাশ কাটিয়ে চলচ্চিত্রে আমাদের কাজ করতে হয়। এরপরও সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই চেষ্টা করে যাচ্ছি। এখন দেশের বাইরেও বাংলাদেশের চলচ্চিত্র সুনাম কুড়াচ্ছে।’
‘পাগল মন’ গানের লোকেশন, নায়ক-নায়িকার পোশাক, পারফরম্যান্স ও কোরিওগ্রাফির প্রশংসা করছেন দর্শক। শাকিব বলেন, ‘আমি এমন জায়গায় ছবির গানগুলোর শুটিং করেছি, যেখানে বাংলাদেশের সিনেমার শুটিং আগে কখনো হয়নি। আমার দর্শক, আমার ভালোবাসার মানুষ, আমার ভাগ্যলক্ষ্মী, যা-ই বলি, তাঁদের নতুন কিছু দিতে চেয়েছি। গানটি সাদরে গ্রহণ করে এরই মধ্যে আমাকে ভালোবাসার বৃষ্টিতে ভিজিয়ে দিচ্ছে সবাই। ভালোবাসার মানুষেরা ঈদে সুন্দর একটি ছবিতে মেতে থাকুক, এটাই চাই।’
শাকিব খানের পাশাপাশি ‘পাগল মন’ গানে বুবলীর অভিনয়ও সবাই পছন্দ করেছেন। বুবলী জানালেন, তুরস্কের বডরাম সিটি, কাপাডোচিয়া, আনতালিয়া আর পামুক্কালে তাঁরা শুটিং করেছেন। বললেন, ‘তুরস্ক গিয়ে আমাদের প্রথম শুটিং করা গান “পাগল মন”। সত্যি বলতে প্রচুর কষ্ট করতে হয়েছে আমাদের। ইস্তাম্বুল নামার পর তুরস্কের স্থানীয় কলাকুশলী বিমানবন্দরে আমাদের রিসিভ করেন। তাঁদের সঙ্গে ডোমেস্টিক ফ্লাইটে বডরাম সিটিতে যাই। সেখানে ভারতের জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব তাঁর পুরো দল নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। বডরাম সিটিতে গিয়ে “পাগল মন” গানের কিছু অংশ শুট করে ছবির বাংলাদেশি, ভারতীয় আর তুরস্কের কলাকুশলীরা গাড়িতে প্রায় সাত ঘণ্টা ভ্রমণ করে আনতালিয়া পৌঁছাই। সেখানে গানের কিছু অংশ শুট করা হয়। ওই শুট শেষ করে পুরো ইউনিট সেখান থেকে আট ঘণ্টা জার্নি করে কাপাডোচিয়া যাই। সেখানে গানটির কিছু অংশের শুট হয়। এরপর প্রায় ১৩ ঘণ্টা জার্নি করে আমরা পামুকালে যাই। যেখানে “পাগল মন” গানের শেষ শুট করা হয়।’
বুবলী বলেন, ‘মনে হচ্ছে, আমাদের কষ্ট সার্থক হয়েছে। সবাই গানটি পছন্দ করেছেন, প্রশংসা করছেন। এ রকম ভালো লাগার আরও অনেক চমক আছে ছবিতে। সবাইকে অনুরোধ করব, ঈদের সময় আপনাদের অবশ্যই হলে গিয়ে “পাসওয়ার্ড” ছবিটি দেখতে হবে।’
‘পাসওয়ার্ড’ ছবিতে ‘পাগল মন’ গানটি গেয়েছেন অশোক সিং। গানের কথা লিখেছেন ও সুর করেছেন লিংকন। গানের কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারী।