বেশ কয়েক বছর ধরে র্যাপ গানের চর্চা করছেন অজি। সম্প্রতি প্রকাশিত তাঁর নতুন গান ‘ওভারচার’ পাওয়া যাচ্ছে গানের অনলাইন প্ল্যাটফর্ম গান ডটকম ডটবিডি, স্পটিফাইসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে। নিজেদের হিপহপ চর্চা নিয়ে কতটা আশাবাদী ‘অজি দ্য র্যাপার’?
ঢাকায় হিপহপ সংগীতের চর্চা শুরু হয়েছিল বেশ আগে। তখন হইহই রব পড়ে গিয়েছিল, যেন ভিন্ন সংস্কৃতির এ চর্চা মেনে নিতে পারছিল না অনেকেই। এখন সেই চর্চা ছড়িয়ে পড়েছে সারা দেশে। হিপহপ ঘরানার অন্যতম র্যাপ গান, যার চর্চা করছেন বহু তরুণ। নজরুলসংগীতসম্রাজ্ঞী ফিরোজা বেগমের নাতি অজি তাঁদেরই একজন। সম্প্রতি প্রকাশিত হয়েছে অজির একটি নতুন র্যাপ গান।
বেশ কয়েক বছর ধরে র্যাপ গানের চর্চা করছেন অজি। সম্প্রতি প্রকাশিত তাঁর নতুন গান ‘ওভারচার’ পাওয়া যাচ্ছে গানের অনলাইন প্ল্যাটফর্ম গান ডটকম ডটবিডি, স্পটিফাইসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে। নিজেদের হিপহপ চর্চা নিয়ে কতটা আশাবাদী ‘অজি দ্য র্যাপার’? তিনি বলেন, ‘অবশ্যই আমরা অনেক আশাবাদী। আমাদের কমিউনিটিটা বেশ ছোট, কিন্তু এখানে সবাই খুব মেধাবী।’ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তাঁরা কতটা সংযুক্ত? জানতে চাইলে অজি বলেন, ‘“এক্সট্রাকশন” ছবিতে যে র্যাপ গান রয়েছে, সেটি আমাদের বন্ধুরাই করেছে। র্যাপাররা বিশ্বব্যাপী সবাই সবাইকে সাহায্য করে, একে অন্যের সঙ্গে বেশ ভালোভাবেই সম্পৃক্ত থাকে।’
হিপহপ চর্চায় বাবা ব্যান্ড তারকা শাফিন আহমেদের প্রত্যক্ষ সহযোগিতা পাচ্ছেন অজি। অন্যদিকে ব্যতিক্রমী ধারার সংগীতচর্চা করায় ছেলেকে নিয়ে আশাবাদী বাবাও। এ ছাড়া বাবা-ছেলে একত্রে সংগীতচর্চায় অন্য রকম আনন্দও পাচ্ছেন শাফিন আহমেদ। তিনি বলেন, ‘অজি নিজে আকর্ষণ অনুভব করেছে বলেই হিপহপ চর্চায় এসেছে। সে বাণিজ্যিকভাবে ভালো কাজ করছে। নিজের শিল্পদায় থেকে গান লেখে। আমার ভালোই লেগেছে।’ র্যাপ গানের ভবিষ্যৎ কী জানতে চাইলে শাফিন বলেন, ‘আগামী ৫ থেকে ১০ বছর পর এটা বাংলাদেশের গানের অঙ্গনের মূলধারায় চলে আসবে।’
ব্যতিক্রমী এক চর্চায় বাবাকে পাশে পাওয়ায় অজিও বেশ আনন্দিত। তিনি বলেন, ‘আমার স্বপ্ন ছিল একসময় বাবার সঙ্গে কাজ করার। তিনি আমাকে খুব অনুপ্রাণিত করেন। আমাদের নতুন রেকর্ডিং লেবেল ডাবল বেজ প্রোডাকশন থেকে দেশের র্যাপারদের নিয়ে কাজ করতে চাই।’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বহু গানের সুর করেছেন কমল দাসগুপ্ত, গেয়েছেন ফিরোজা বেগম। হারানো দিনের বহু কালজয়ী গানের সুরকার কমল দাসগুপ্ত ও শিল্পী ফিরোজা বেগমের সন্তান শাফিন আহমেদ ও হামিন আহমেদ করেছেন ব্যান্ড সংগীতের চর্চা। দেশের জনপ্রিয় গানের দল মাইলস প্রতিষ্ঠা করেন তাঁরা। শাফিন আহমেদের ছেলে অজি চর্চা করছেন হিপহপ। শাফিন আহমেদ মনে করেন, দেশে হিপহপ বিস্তারের শুরুতে কাজ করছে বলে এখানে বেশ ভালো কিছু করতে পারবে অজি।