পাশ্চাত্য ও দক্ষিণ ভারতীয় বেশ কিছু সুরযন্ত্র বাজাতে জানেন তিমির নন্দী। আন্তর্জাতিক স্বরলিপি লেখায় তাঁর রয়েছে বিশেষ দক্ষতা। সম্প্রতি সংগীতজীবনের ৫০ বছর পার করেছেন স্বাধীন বাংলা বেতারের এই কণ্ঠযোদ্ধা। সে উপলক্ষে আজ তাঁর একক সংগীতসন্ধ্যার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী।
সংগীতজীবন নিয়ে ছোট ছোট নানা আক্ষেপ রয়েছে তিমির নন্দীর। তবে তাঁর প্রাপ্তি সেসব ছাপিয়ে গেছে। প্রধানমন্ত্রী সব সময় অসুস্থ শিল্পীদের পাশে দাঁড়ান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্যও করেন অনেকে। বিষয়টি ব্যথিত করে তিমির নন্দীকে। তিনি বলেন, গীতিকার, সুরকার ও শিল্পীদের রয়্যালটির ব্যবস্থা করা হলে শেষজীবনে তাঁদের হাত পাততে হতো না। অনেক প্রাপ্তিবঞ্চিত এই শিল্পী আক্ষেপ নিয়ে বলেন, ‘গণমাধ্যমে আমরা নেই, তবু স্বাধীন বাংলা বেতারের নাম ভাঙাইনি। এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে। এতেই আমি তৃপ্ত।’
আজ সন্ধ্যা ছয়টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে রয়েছে তাঁর গানের সন্ধ্যা। বাংলা ও ইংরেজির পাশাপাশি রুশ ও স্প্যানিশ ভাষায় গাইবেন এই শিল্পী। বিভিন্ন ঘরানার গানের পাশাপাশি উপস্থিত শ্রোতা ও অতিথিদের অনুরোধের গানও করবেন তিনি। আমরা সূর্যমুখীর নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘গুণী শিল্পীদের নিয়ে আমরা সারা বছর অনুষ্ঠানের আয়োজন করে থাকি। সংগীতে তিমির নন্দীর ৫০ বছর পূর্তি তাঁর, আমাদের এবং বাংলাদেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।’