সোনার বাংলা সার্কাসের 'হায়েনা এক্সপ্রেস'

‘সোনার বাংলা সার্কাস’ ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত
‘সোনার বাংলা সার্কাস’ ব্যান্ডের সদস্যরা।  ছবি: সংগৃহীত

গিটারিস্ট পান্ডুর সঙ্গে একটি গানের আড্ডায় দেখা। ব্যান্ডের বেজ গিটারিস্ট শাকিল হক ছিলেন দুবাইতে। ১০ বছর আগে যোগাযোগ হয় তাঁর সঙ্গে। এরপর সেখান থেকে গানের টানে হঠাৎ চলে আসেন বাংলাদেশে।

২০১৮ সালের মে মাসে বিচ্ছিন্ন মানুষগুলো এক হয়ে তৈরি করলেন ‘সোনার বাংলা সার্কাস’। ব্যান্ড গঠনের দেড় বছর পর প্রথম অ্যালবাম নিয়ে হাজির ব্যান্ডটি। হায়েনা এক্সপ্রেস নামের অ্যালবামটি ২৯ ফেব্রুয়ারি নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে বলে জানালেন দলটির অন্যতম সদস্য প্রবর রিপন। ব্যান্ডের বাকি দুজন সদস্য হলেন ড্রামসে দেওয়ান আনামুল হাসান, কি-বোর্ডে সাদ চৌধুরী। রিপন জানান, মার্চ মাসের তৃতীয় সপ্তাহে কনসার্টের মাধ্যমে অ্যালবামটি প্রকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘অ্যালবামে গান আছে নয়টি। সব কটি গান মিলে একটা গল্প হবে। একটার সঙ্গে রয়েছে আরেকটার লিংক। গানগুলোর মধ্য দিয়ে মানবসভ্যতার আত্মহত্যার গল্প বলার চেষ্টা করেছি।’