সংগীতাঙ্গনে চালু হচ্ছে আরেকটি পুরস্কার

আরটিভিতে সম্প্রচার হওয়া গানগুলো থেকে মোট ৯টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার
আরটিভিতে সম্প্রচার হওয়া গানগুলো থেকে মোট ৯টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার

মিউজিক অ্যাওয়ার্ড চালু করতে যাচ্ছে আরটিভি। এই টিভি চ্যানেলে গত বছর সম্প্রচারিত গানগুলো থেকে মোট ৯টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার। আগামী শনিবার রাজধানীর একটি তারকা হোটেলে অনুষ্ঠিত হবে আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড ২০২০।

আরটিভির বিভিন্ন সংগীতানুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে বিচারকদের রায়ে নির্বাচিত শিল্পীদের দেওয়া হবে শ্রেষ্ঠ পুরস্কার। শ্রেষ্ঠ সংগীতশিল্পী (পুরুষ), শ্রেষ্ঠ সংগীতশিল্পী (নারী), শ্রেষ্ঠ লোকসংগীতশিল্পী (পুরুষ), শ্রেষ্ঠ লোকসংগীতশিল্পী (নারী), শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পী, শ্রেষ্ঠ মিউজিশিয়ান—এই ৯ শাখায় দেওয়া হবে মিউজিক অ্যাওয়ার্ড। এ ছাড়া বাংলা গানে স্মরণীয় অবদান রাখার জন্য একজন সংগীতব্যক্তিত্বকে দেওয়া হবে আজীবন সম্মাননা।

পুরস্কার প্রসঙ্গে আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান বলেন, ‘আমরা নিয়মিত একাধিক জনপ্রিয় গানের অনুষ্ঠান করে আসছি। সম্মানিত বিচারকেরা পুরস্কারের জন্য শিল্পীদের মধ্য থেকে শ্রেষ্ঠদের নির্বাচন করবেন। এতে তাঁরা উত্সাহিত হবেন এবং বাংলা গানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করবেন বলে আমরা বিশ্বাস করি।’

আগামী ২ অক্টোবর বিকেল ৫টা থেকে আরটিভি চ্যানেল এবং আরটিভি ফেসবুকে সরাসরি মিউজিক অ্যাওয়ার্ডের এই অনুষ্ঠান সম্প্রচার করা করবে।