প্রায় তিন দশকের গানের ক্যারিয়ার। এই সময়ে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন আগুন। গান নিয়ে পেয়েছেনও প্রত্যাশার বেশি। এবারই প্রথম নতুন একটি গান নিয়ে আশাহত হতে হলো।
আগুন বলেন, ‘‘‘কালো পাথর” নামে একটি গান মুক্তি দিয়েছি। আমার ক্যারিয়ারের সেরা গানের একটি। দীর্ঘদিন গানটির পেছনে সময় দিয়েছি। কিন্তু গানটিকে কোনোভাবেই শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারছি না। অনেক চ্যানেলে বারবার গানটি গাইছি। জি সিরিজ থেকে গানটি প্রকাশ পেয়েছে। তারপরও শ্রোতারা কেন গানটি শুনছেন না, বুঝতে পারছি না। আমি কখনোই আমার অন্য গানের ক্ষেত্রে এমন প্রচার করিনি। এই গান নিয়ে মনটাও খারাপ। অন্য কাজেও স্বস্তি পাচ্ছি না। তবে আমি আত্মবিশ্বাসী, কোনো একদিন গানটি মানুষ শুনবেন।’
‘কালো পাথর’ আত্মশুদ্ধির গান। ‘গানের কথায় বলতে চেয়েছি, কালো পাথর তোমার কষ্ট আমাকে দাও, তুমি সাদা হয়ে যাও। ভিন্ন ধারার একটি আধ্যাত্মিক গান। গানটি লেখা ও সুর আমার করা। প্রত্যয় খান সংগীতও ভালো করেছে। আমার ক্যারিয়ারে গান নিয়ে সব সময় প্রত্যাশা পূরণ হয়েছে। এই গান নিয়েও অসম্ভব আশা ছিল। গানটি শুনে মানুষ অন্তত প্রশংসা করবেন। সেখানে বলতে গেলে ৯০ ভাগ আশাই পূরণ হয়নি’, বলেন আগুন।
‘প্রেম প্রীতি আর ভালোবাসা’, ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু’, ‘আমার স্বপ্নগুলো কেন এমন’, ‘বাবা বলেছে ছেলে নাম করবে’, ‘ভালোবেসে অন্তরে অন্তরে’সহ অনেক জনপ্রিয় গানের তিনি স্রষ্টা। ১৯৯২ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় প্রথম গান করেন। বর্তমানে কী গান করছেন জানতে চাইলে আগুন বলেন, ‘এখন “কালো পাথর” গানের প্রমোশন নিয়ে আছি। মানুষ গান না শুনলে কষ্ট করে সময় দিয়ে গান করে কী লাভ। ভালো একটি গান মানুষ শুনছে না।’