মেয়েসহ করোনার টিকা নিলেন সাবিনা ইয়াসমীন

সাবিনা ইয়াসমীন ও তাঁর মেয়ে বাঁধন
ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন করোনার টিকা নিলেন। গতকাল সোমবার সকালে সরকারি কর্মচারী হাসপাতালে গিয়ে করোনার টিকা নেন তিনি। এ সময় তাঁর মেয়ে বাঁধন সঙ্গে ছিলেন। তিনিও করোনার টিকা নেন। প্রথম আলোকে টিকা নেওয়ার খবরটি আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন সাবিনা ইয়াসমীন।
সাবিনা ইয়াসমীন প্রথম আলোকে বলেন, ‘টিকা নেওয়ার আগে শুনেছি, কারও কারও জ্বর হয়, মাথা ঘোরে। কিন্তু এখন পর্যন্ত আমার কিছু হয়নি। কোনো ধরনের সমস্যা অনুভব করছি না। আমি এখনো ঠিকই আছি, আলহামদুলিল্লাহ।’
সরকারি কর্মচারী হাসপাতালে টিকা দেওয়ার পরিবেশ ভালো লেগেছে বলেও জানান সাবিনা ইয়াসমীন। তিনি বলেন, ‘খুব চমৎকার পরিবেশ। যাঁরা টিকা দিচ্ছেন, তাঁরা খুবই আন্তরিক। এমন সুন্দর পরিবেশে কোভিড–১৯–এর টিকা দিতে পেরে বেশ ভালো লেগেছে।’

দশম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আসরে গান গাইবার সময় ক্যামেরাবন্দী হন সাবিনা ইয়াসমীন ও ফেরদৌসী রহমান

এই সংগীতশিল্পী জানান, বিশ্বের অনেক দেশ এখনো করোনার টিকা পায়নি, সে তুলনায় অল্প সময়ে বাংলাদেশের মানুষ করোনার টিকা পেয়েছে। দেশের মানুষের জন্য করোনার টিকার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন তিনি। সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়ে সাবিনা ইয়াসমীন বলেন, ‘অনেকে করোনার টিকা গ্রহণ করা নিয়ে শঙ্কায় আছেন। সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, এখানে ভাবার কিছু নেই। চিন্তারও কোনো কারণ নেই। নিজের সুস্থতার পাশাপাশি আশপাশের সবার সুস্থতার জন্য করোনার টিকা নেওয়াটা জরুরি। তাই আমি মনে করি, প্রতিটি সচেতন নাগরিকের করোনার টিকা যত দ্রুত সম্ভব নেওয়া ভালো।’

সাবিনা ইয়াসমীন

সাবিনা ইয়াসমীন জানান, মেয়ে বাঁধনসহ করোনার টিকা দেওয়ার জন্য নাম নিবন্ধনের পর থেকে সুষ্ঠুভাবেই টিকা নেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ করোনার টিকা দেওয়ার প্রক্রিয়াটি চমৎকারভাবে ব্যবস্থাপনা করছে। নিজে ভালো থাকতে, নিজের পরিবারের সবাইকে ভালো রাখার পাশাপাশি আশপাশের সবাইকে নিরাপদ রাখার জন্য করোনার টিকা নিয়ে নিন।’
দেশে আনুষ্ঠানিকভাবে করোনার টিকা দেওয়া শুরু হলে শুরুতেই সাংসদ ও অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফার টিকা নেওয়ার খবর জানা যায়। সুবর্ণার টিকা নেওয়ার পরদিন নাট্যজন ও সাংসদ আসাদুজ্জামান নূর টিকা নেন। এরপর দেশের সংস্কৃতি অঙ্গন থেকে আলমগীর, মামুনুর রশীদ, তারিক আনাম খান, নিমা রহমান, জেমস, শাবনাজ, নাঈম, চঞ্চল চৌধুরী, আসিফ আকবর, শওকত আলী ইমনসহ আরও অনেকে টিকা নিয়েছেন বলে জানা গেছে।