প্রয়াত শিল্পী মিতা হক স্মরণে স্মৃতিচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির নিয়মিত গানের আসর ‘প্রাণের খেলা’র বিশেষ এ পর্ব প্রচারিত হবে বেঙ্গল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে আজ রাত ৯টায়।
মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সরাসরি শ্রোতার আসর ‘প্রাণের খেলা’। এবার অনলাইনে এটি প্রচারের উদ্যোগ নিয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির সংগীত বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক জাহিদুল ইসলাম জানান, প্রয়াত শিল্পী মিতা হককে শ্রদ্ধা জানিয়ে এ অনুষ্ঠানে তাঁকে নিয়ে স্মৃতিচারণা করবেন সংস্কৃতি ও সংগীত অঙ্গনের সাথিরা। স্মৃতিচারণা করবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। স্মৃতিচারণার পাশাপাশি গান শোনাবেন বুলবুল ইসলাম ও সেমন্তী মঞ্জরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কৃষ্টি হেফাজ।
জাহিদুল ইসলাম বলেন, ‘এ অনুষ্ঠানে বেঙ্গলের ধারণকৃত মিতা হকের গাওয়া একটি গানও দেখানো হবে। তা ছাড়া আমাদের সংগ্রহে থাকা মিতা হকের একটি বক্তৃতার অংশবিশেষও এখানে জুড়ে দেওয়া হবে।’
করোনায় আক্রান্ত হয়ে গত ১১ এপ্রিল প্রয়াত হন বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক। তিনি দীর্ঘদিন ধরে কিডনির রোগে ভুগছিলেন। বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক ও রবীন্দ্র গবেষক চাচা ওয়াহিদুল হকের হাতে তাঁর সংগীতে হাতেখড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের ২০০ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তাঁর একক কণ্ঠে প্রকাশিত হয়েছে ২৪টি অ্যালবাম। মিতা হক ২০১৬ সালে শিল্পকলা পদক, ২০২০ সালে একুশে পদক লাভ করেন। তিনি ছায়ানটের রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান, রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।