মা হারালেন চিরকুট ব্যান্ডের সুমী

মা শেলী মকবুলের সঙ্গে শারমীন সুলতানা সুমী
ছবি : সংগৃহীত

চার বছর রোগে ভুগে আজ সোমবার ভোরে মারা গেলেন চিরকুট ব্যান্ডের শারমীন সুলতানা সুমীর মা শেলী মকবুল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যান্ড সদস্যের মায়ের মৃত্যুর খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন আরেক সদস্য পাভেল আরীন। তিনি বলেন, কয়েক বছর ধরে অসুস্থ থাকলেও দুদিন ধরেই খালাম্মার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। বাসায় রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। অসুখে খালাম্মা অনেক কষ্ট পাচ্ছিলেন। আজ ভোরে যখন মারা যান, ছেলেমেয়ে এবং নাতি-নাতনিরা সবাই সামনেই ছিলেন।

মা (বামে) ও খালার সঙ্গে মাঝে শারমীন সুলতানা সুমী

পাভেল জানালেন, খালাম্মাকে নিয়ে সুমী আপা নিকেতনে থাকতেন। মারা যাওয়ার পর সকাল নয়টায় নিকেতন বড় মসজিদে তাঁর প্রথম জানাজা হয়। এরপর মরদেহ নিয়ে ঝিনাইদহের শৈলকুপার উদ্দেশে রওনা করেছেন পরিবারের সদস্যরা। সেখানে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
এদিকে মায়ের মৃত্যুর পর ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শারমীন সুলতানা সুমী। তিনি লিখেছেন, ‘আজান পড়ছিল। আমার মা তাঁর ছেলেমেয়ে, নাতি-নাতনির মাঝেই শুয়ে তাঁর শেষনিশ্বাসটা ফেললেন। আমার মা এমন মৃত্যুই চেয়েছিলেন। আল্লাহ তাঁর চাওয়া কবুল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

পরিবারের সদস্যদের মাঝে সুমীর মা শেলী মকবুল

সুমী বললেন, ‘দীর্ঘ চার বছর আমার মা পাখিটা জরায়ু মুখ ক্যানসারের সঙ্গে সাহসের সঙ্গে সংগ্রাম করে অবশেষে আজ হার মানলেন। যেসব ডাক্তার, নার্স, শুভাকাঙ্ক্ষী এই কঠিন পথটাতে আমাদের পরিবারের পাশে ছিলেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।’
মৃত্যুকালে শেলী মকবুল পাঁচ মেয়ে, দুই ছেলে, নাতি-নাতনিসহ আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।