মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল বছরের শুরুতে মারা গেছেন। বাংলাদেশে তাঁর অনেক গান জনপ্রিয়তা পেয়েছে। সংখ্যার বিবেচনায় অল্প কাজ করতেন। জীবনকালে তিনি বেশ কিছু গান করে ছিলেন। তাঁর তৈরি শেষ কয়েকটি গানের সঙ্গে যুক্ত ছিলেন কণ্ঠশিল্পী রিজভী ওয়াহিদ। এ শিল্পীর জন্য পাঁচটি গান তৈরি করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এর মধ্যে দুটি গান রিলিজ পেলেও আরও তিনটি গান মুক্তির অপেক্ষায়। এবার রিজভী ওয়াহিদের সঙ্গে এ প্রকল্পে যুক্ত হয়েছেন কণ্ঠশিল্পী ন্যান্সি।
গত ২২ জানুয়ারি সকালে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় মারা যান আহমেদ ইমতিয়াজ বুলবুল। মৃত্যুর মাত্র তিন দিন আগে শিল্পী রিজভী ওয়াহিদের সঙ্গে পরিকল্পনা করেছিলেন জানুয়ারির শেষ দিকে অ্যালবামটি রিলিজ করবেন। কিন্তু সেই রিলিজ আর দেখে যাওয়া হয়নি তাঁর। শোকের আবহ থাকার কারণে রিজভী ওয়াহিদও পরিকল্পনা থেকে সরে আসেন।
সম্প্রতি স্টেজ শোর জন্য অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন ন্যান্সি। সেখানেই একটি স্টুডিওতে দুটি গানে রিজভীর সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন তিনি। আহমেদ ইমতিয়াজ বুলবুলের তৈরি করা সুর-সংগীত ঠিক রেখেই গান দুটির রেকর্ড সম্পন্ন হয়েছে। জানা যায়, গান দুটি হচ্ছে ‘ও হাওয়া’ ও ‘উড়তে উড়তে যা রে পাখি’।
অস্ট্রেলিয়ায় প্রবাসী শিল্পী রিজভী ওয়াহিদ জানান, সিডনির একটি প্রফেশনাল স্টুডিওতে গানগুলো ধারণ করা হয়েছে। এ ধরনের পরিবেশে কাজ করাটাও আমার জন্য চমক ছিল। রিজভী ওয়াহিদ বলেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে স্যারের সুর-সংগীতে গাইতে পেরেছি। একই সঙ্গে দুর্ভাগ্য এটাই যে গানগুলোর মুক্তি স্যার দেখে যেতে পারেননি।’ গান দুটির মিক্সড ও মাস্টারিং করেছেন রেজওয়ান সাজ্জাদ। আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রথম মৃত্যুবার্ষিকীতে গান দুটির মিউজিক ভিডিও মুক্তি পাওয়ার কথা জানিয়েছেন কণ্ঠশিল্পী রিজভী ওয়াহিদ।
২০১২ সালে লেজার ভিশন থেকে প্রকাশ পায় সংগীতশিল্পী রিজভী ওয়াহিদের প্রথম একক অ্যালবাম ‘প্রথম স্বপ্ন’। অ্যালবামের ‘চোখের পলকে’ এবং ‘যদি তুমি’ গান দুটি বেশ জনপ্রিয় হয়। গানগুলোতে তাঁর সঙ্গে কণ্ঠ দেন পশ্চিম বাংলার বিশিষ্ট কণ্ঠশিল্পী শুভমিতা।