গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের তৈরি শেষ দিককার দুটি গানে কণ্ঠ দিলেন সিঁথি সাহা ও রিজভী ওয়াহিদ। গান দুটি হলো ‘পাখি’ এবং ‘ও হাওয়া’। দুটি গানই লিখেছেন এবং সুর-সংগীত করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
গান দুটি প্রযোজনা করেছেন রিজভী ওয়াহিদ। তিনি বলেন, ‘আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সঙ্গে সাতটি গান করার কথা ছিল। পাঁচটি গানের কাজ শেষ হয়। বাকি দুটি গান শেষ করার দুই দিন আগে অসুস্থ হয়ে যান তিনি। এর কয়েক দিন পরেই তিনি মারা যান।’
সংগীতায়োজন করা হয়েছে কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে। রিজভীর সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। রিজভী বলেন, ‘গানগুলোতে নারী কণ্ঠ হিসেবে শুভমিতা, সিঁথি সাহা কিংবা শ্রেয়া ঘোষালের কথা বলেছিলেন স্যার। পাঁচটি গানের মধ্যে “মন পবনের ঘুড়ি” গানটি ২০১৯ সালের জুন মাসে শুভমিতা গেয়েছেন। এই দুটি সিঁথি সাহা গাইলেন।’
সিঁথি সাহা বলেন, ‘অসাধারণ একজন গানের মানুষ ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। মৃত্যুর আগে তাঁর রেখে যাওয়া শেষ গানে কণ্ঠ দিতে পেরে আমি ধন্য হয়েছি।’
চলতি সপ্তাহে গান দুটির ভিডিও নির্মাণ শুরু হবে। পরিচালনা করবেন শাহরিয়ার পলক। মাসখানেকের মধ্যেই আর ডাব্লিউ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে গানের ভিডিও দুটি প্রকাশিত হবে।