প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিশিষ্ট সংগীতজ্ঞ ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার সকালে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতাযুদ্ধের পাশাপাশি সংগীতাঙ্গনে আহমেদ ইমতিয়াজ বুলবুলের অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বাসস।
প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকারকে হারিয়েছে। তাঁর মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো।’
শেখ হাসিনা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আহমেদ ইমতিয়াজ বুলবুল তাঁর অবদানের জন্য মর্যাদাপূর্ণ একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি সম্মানজনক আরও অনেক পদকে ভূষিত হন। আজ সকালে তিনি রাজধানীর আফতাবনগরের বাসায় ইন্তেকাল করেন।
আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তাঁরা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সংগীতাঙ্গনে আহমেদ ইমতিয়াজ বুলবুলের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।