বিচারকের সঙ্গে প্রতিযোগী

লাবিবা ও ইমরান। ছবি: সংগৃহীত
লাবিবা ও ইমরান।  ছবি: সংগৃহীত

রিয়েলিটি শো ‘গানের রাজা ২০১৯’ চ্যাম্পিয়ন ফাইরুজ লাবিবার প্রথম মৌলিক গান বাজারে আসছে। গানটির ভিডিও আসছে শিগগিরই। ‘ফেলে আসি মন’ শিরোনামের গানটিতে লাবিবার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ওই শোয়ের বিচারক ইমরান মাহমুদুল। গানটির সুর-সংগীতও ইমরানের, কথা রবিউল ইসলাম জীবনের।

ইমরান বলেন, ‘চূড়ান্ত পর্বের আগে সেরা পাঁচজনকে নিয়ে মৌলিক গান করার ঘোষণা দিয়েছিলাম। প্রথম শফিকুলকে নিয়ে করেছি। সেই ধারাবাহিকতায় লাবিবাকে নিয়ে গান করলাম। এটি রোমান্টিক ঘরানার গান।’

ইমরানের সঙ্গে গান করার সুযোগ পেয়ে দারুণ খুশি লাবিবা। তিনি বলেন, ‘প্রথম মৌলিক গান করলাম। তাও আবার ইমরান ভাইয়ের সঙ্গে। সবার এমন সুযোগ হয় না। আমি খুব খুশি।’