শাহ আবদুল করিম
শাহ আবদুল করিম

বিকেলে শাহ আবদুল করিমকে নিয়ে ফেসবুক লাইভ

বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১১তম প্রয়াণদিবস আজ। তাঁকে নিয়ে ফেসবুক লাইভে স্মৃতিচারণা করবেন তাঁর কাছের মানুষেরা, শোনাবেন তাঁর গান। আজ বিকেল পাঁচটায় প্রথম আলোর ফেসবুক পেজ থেকে সরাসরি তাঁরা যুক্ত হবেন ‘ভাটির গানের রাজা’ লাইভ অনুষ্ঠানে।

বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১১তম প্রয়াণদিবস আজ। তাঁকে নিয়ে ফেসবুক লাইভে স্মৃতিচারণা করবেন তাঁর কাছের মানুষেরা, শোনাবেন তাঁর গান। আজ বিকেল পাঁচটায় প্রথম আলোর ফেসবুক পেজ থেকে সরাসরি তাঁরা যুক্ত হবেন ‘ভাটির গানের রাজা’ লাইভ অনুষ্ঠানে।

করিমের গান শোনাবেন লাভলী দেব

ভাটির গানের রাজা অনুষ্ঠানে আসবেন শাহ আবদুল করিমের ৩৫ বছরের সঙ্গী ও তাঁর বহু গানের সুরস্রষ্টা আবদুর রহমান। আবদুল করিমের স্মৃতিচারণার পাশাপাশি তিনি শোনাবেন গান। করিমকে নিয়ে তথ্যচিত্র, বই ও নাটক লিখেছেন গবেষক শাকুর মজিদ। কথা বলবেন তিনিও। সিলেট থেকে লাইভে যুক্ত হবেন করিমের ছেলে শাহ নূর জালাল। বাবার জীবদ্দশায় তাঁদের বাড়িতে গানের আসর, বাবার প্রতি মানুষের ভালোবাসার কথা জানাবেন তিনি। এ ছাড়া তিনি বাবার স্মৃতিচারণাও করবেন। বাবা নেই, এখন কেমন কাটছে তাঁদের জীবন, জানাবেন সেসব কথাও। দীর্ঘদিন করিমের গানের চর্চা করছেন শিল্পী লাভলী দেব। লাইভে তিনি শোনাবেন আবদুল করিমের গান।

গীতিকার কবির বকুলের সঞ্চালনায় ভাটির গানের রাজা ফেসবুক লাইভটি দেখা যাবে প্রথম আলোর ফেসবুক লাইভে আজ বিকেল পাঁচটায়।